ফের হামলা হল আমেরিকার নিউ ইয়র্কের এক রেস্তোরাঁয়। হামলায় প্রাণ গেল তিনজনের। গুরুতর জখম হয়েছেন ১০ জনের বেশি। রবিবার ভোর সাড়ে তিনটে নাগাদ আচমকাই হামলা হয় ব্রুকলিন নামে এক রেস্তোরাঁয়। পুলিশ জানিয়েছে, রবিবার ভোরে নিউ ইয়র্কের ব্রুকলিনে ভিড় ছিল ভালোই। খাওয়া দাওয়া শেষে অনেকেই টেবিলে বসেছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী আচমকাই হানা দেয়। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন রেস্তরাঁয় খেতে আসা বেশ কয়েকজন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকজনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। কে বা কারা এবং কী কারণে এই হামলা চালালো তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রবিবার ভোর সাড়ে তিনটে নাগাদ অজ্ঞাত পরিচয় কিছু বন্দুকধারী এই হামলা চালিয়েছে। দুষ্কৃতীরা হঠাৎই ওই রেস্টুরেন্টে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। গুলির শব্দে আশপাশের অনেকেই ঘুম থেকে উঠে তড়িঘড়ি ওই রেস্তরাঁর দিকে ছুটে আসেন। তবে তার আগেই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয়।
নিউ ইয়র্কের পুলিস কমিশনার জেসিকা টিসাচ জানিয়েছেন, এমার্জেন্সি নম্বরে হঠাৎই বেশ কয়েকজন ফোন করে ব্রুকলিন রেস্তরাঁয় হামলার খবর দেন। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গেলেও দুষ্কৃতীদের হদিশ মেলেনি। ঘটনাস্থল থেকে ৩৬টি গুলির খোল উদ্ধার হয়েছে। যা থেকে ঘটনার ভয়াবহতার প্রমাণ মেলে। দুষ্কৃতীদের খুঁজে বের করতে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ।