বড়সড় দুর্ঘটনা ঘটে গেল জন্মাষ্টমীর শোভাযাত্রায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পাঁচজনের। আগুনে ঝলসে গিয়েছেন আরও অনেকেই। যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে আছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডির দেহরক্ষী। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে হায়দরাবাদের গোকুলনগরে।
জন্মাষ্টমী উপলক্ষে গত দু’দিন ধরে বিভিন্ন রাজ্যে চলছে উৎসব। রবিবার রাতে হায়দরাবাদের গোকুলনগরে বেরিয়েছিল জন্মাষ্টমীর শোভাযাত্রা। সেই সময় শ্রীকৃষ্ণের রথের সঙ্গে হঠাৎই বিদ্যুতের তারের স্পর্শ ঘটে। তাতেই তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। ঝলসে গিয়েছেন আরও অনেকে। দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরিস্থিতির সামাল দেওয়া হয়।
আহতদের মধ্যে দু’জনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। আহতেরা সকলেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে আছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডির দেহরক্ষী শ্রীনিবাসন। মৃত্যুর কারণ জানতে দেহগুলি ময়নাতদন্ত পাঠানো হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার পর মৃতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। আহতদের চিকিৎসায় সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন রাজ্যের মন্ত্রী পুনম প্রভাকর।
শনিবার গুজরাটের কচ্ছে জন্মাষ্টমীর পর দহি হান্ডি উৎসবে ১৫ বছর বয়সি এক কিশোরের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়। জানা গিয়েছে, আচমকাই একটি বিদ্যুতের খুঁটি ওই কিশোরের উপরে উপরে পড়ে।ওই ঘটনায় বেশ কয়েকজন ভক্ত জখম হয়েছেন।