উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির পাল্টা ইন্ডিয়া ব্লকেরও তামিল কার্ড ? দক্ষিণ ভারতের দুই তামিল সন্তানের মধ্যে লড়াই এই নির্বাচনে ? তেমনই ইঙ্গিত মিলছে বিরোধী শিবিরের পক্ষ থেকে।
সূত্রের খবর, ডিএমকের রাজ্যসভার সাংসদ তিরুচি শিবাকে বিরোধী ইন্ডিয়া জোট উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করতে পারে। পাশাপাশি ইসরোর প্রাক্তন বিজ্ঞানী তামিল সন্তান এম আন্নাদুরাই এর নামও প্রার্থী হিসেবে প্রস্তাব করেছেন ডিএমকে প্রধান ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন।
তবে সূত্রের খবর, সংসদীয় অভিজ্ঞতা থাকায় কংগ্রেস, তিরুচি শিবার নামেই আগ্রহ দেখাচ্ছে।
উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হবে ৯ সেপ্টেম্বর। এনডিএ ইতিমধ্যেই তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে মহারাষ্ট্রের রাজ্যপাল ও বিজেপির শীর্ষ তামিল নেতা সি.পি. রাধাকৃষ্ণণের নাম।
তিরুচি শিবা বনাম সিপি রাধাকৃষ্ণণ – তামিলনাড়ুর দুই নেতার মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে বিরোধী জোট দক্ষিণ ভারতের রাজনৈতিক জটিলতা কাটিয়ে ওঠার পথ খুঁজছে।
সূত্রের মতে, তামিলনাড়ুর রাজনীতিতে প্রভাবশালী তিরুচি শিবাকে প্রার্থী করা হলে দক্ষিণ ভারত থেকে সমর্থন পাওয়া সহজ হবে। ডিএমকের সমর্থনে কোনও দ্বিধা থাকবে না, কারণ শিবা তাঁদের নিজস্ব নেতা। এই সিদ্ধান্ত এনডিএ-র “সাউথ পুশ”-এর মোকাবিলায় কৌশলগত পদক্ষেপ হবে।
সোমবার সন্ধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বিরোধী জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসছেন, সেখানেই উপরাষ্ট্রপতি পদে প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিরুচি শিবার নামই উঠে আসার সম্ভাবনা প্রবল বলে জানা গেছে।
প্রাথমিকভাবে এনডিএ প্রার্থী তামিল সন্তান রাধাকৃষ্ণণকে ডিএমকের তরফে শুভেচ্ছা জানানো হলেও, সোমবার ডিএমকের মুখপাত্র টি.কে.এস. ইলঙ্গোভান রাধাকৃষ্ণণের প্রার্থীপদ কটাক্ষ করে বলেন, “তামিল প্রার্থী প্রোজেক্ট করলেই সেটা ‘তামিলনাড়ু-বান্ধব’ হয় না। বিজেপি আসলে তামিলনাড়ুর উন্নয়নের বিরোধী। তারা যথাযথ অর্থ সহায়তা দিচ্ছে না, আমাদের দাবিগুলো মানছে না। আমরা শুধুমাত্র ইন্ডিয়া জোটের প্রার্থীকেই সমর্থন করব।”
এই দুই নেতার লড়াই হলে তা শুধু তামিলনাড়ু নয়, দক্ষিণ ভারতের প্রভাবশালী ভোট ব্যাংক ও আঞ্চলিক ভারসাম্য রক্ষার একটি প্রতীকী যুদ্ধ হয়ে উঠতে চলেছে।
কিন্তু ডিএমকে কে পাশে পেলেও ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দলের অবস্থান কী হবে ? বিহারে আরজেডি, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির তরফ থেকে এই নিয়ে এখনও কোন প্রতিক্রিয়া দেওয়া হয়নি। সর্বোপরি, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কী অবস্থান নেবেন ? গত উপরাষ্ট্রপতি নির্বাচনে জগদীপ ধনখড়ের বিরুদ্ধে না দাঁড়িয়ে ভোটদানে বিরত থাকা, রাষ্ট্রপতি নির্বাচনে শাসক শিবিরের প্রার্থী দ্রৌপদী মুর্মুর পক্ষে ভোট দেওয়ার মতো দৃষ্টান্ত রয়েছে তৃণমূল সাংসদদের।
বিরোধী শিবিরের চূড়ান্ত প্রার্থী ঘোষণা নিয়ে, এবং সেই প্রার্থী জোট-শরিকদের সকলের সমর্থন পান কিনা, তাই নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক জল্পনা তুঙ্গে।