পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে যথাসময়ে এসআইআর প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যেই একথা জানিয়ে দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবুজ সংকেত পেয়েই রাজ্যে এসআইআর প্রক্রিয়ার প্রাথমিক প্রস্তুতি পর্ব নিয়ে জেলায় জেলায় খোঁজ খবর নিতে শুরু করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। রাজ্যে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এস আই আর প্রক্রিয়া সম্পন্ন করতে সোমবার রাজ্যের সব
ইআরও এবং অতিরিক্ত জেলাশাসকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। তবে এসআইআর নিয়ে মানুষের মধ্যে যাতে অযথা আতঙ্ক তৈরি না হয় সেদিকে সতর্ক থাকার পাশাপাশি এই ভিডিয়ো কনফারেন্সে এখনও পর্যন্ত যে সমস্ত বিধানসভা এলাকার ২০০২ সালের ভোটার তালিকা সম্পূর্ণ প্রকাশিত হয়নি তা যেন অবিলম্বে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয় সেই বার্তাও দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।এখনও পর্যন্ত যেসব জায়গায় বুথ লেভেল অফিসার নিয়োগ করার কাজ শেষ হয়নি তা অতি শীঘ্রই শেষ করার বার্তাও দেওয়া হয়েছে এদিনের ভিডিয়ো কনফারেন্সে। যদিও এর আগেও নির্বাচন কমিশন স্পেশাল ইনটেন্সিভ রিভিশন প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরের কাছে প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিল। নির্বাচন কমিশনকে প্রস্তুতি সম্পর্কে রিপোর্ট দিয়ে রাজ্যের সিইও দপ্তর জানিয়েছিল তাদের প্রাথমিক প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্বে। এরপর রবিবার নির্বাচন কমিশন যখন গোটা দেশে এসআইআর চালুর প্রক্রিয়ার কথা প্রকাশ্যে জানিয়ে দিল ঠিক তখনই প্রাথমিক প্রস্তুতি চূড়ান্ত করতে কতটা বাকি রয়েছে এবং কোথায় কী কী প্রয়োজন তা জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকসহ ইআরও-দের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলে প্রস্তুতি চূড়ান্ত করতে চাইছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক ও সংশ্লিষ্ট কর্তারা।
Leave a comment
Leave a comment