ছুটিতে উত্তরপ্রদেশের মিরাটে বাড়ি এসেছিলেন ভারতীয় সেনার রাজপুত রেজিমেন্টের সদস্য কপিল কাভাদ। ছুটি শেষে কাজে যোগ দিতে শ্রীনগর যাচ্ছিলেন তিনি। বিমান ধরার জন্য কপিল যাচ্ছিলেন দিল্লি বিমানবন্দরে। সেই সময় রাস্তার একটি টোল প্লাজায় ওই জওয়ানকে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির টোল প্লাজার কর্মীদের দিকে। ইতিমধ্যেই ওই মারধরের ভিডিয়ো ভাইরাল হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে টোল প্লাজার ৪ কর্মীকে গ্রেফতার করেছে পুলিস।
ছুটি কাটিয়ে মিরাট থেকে শ্রীনগর ফিরছিলেন কপিল। গাড়ি করে দিল্লি বিমানবন্দরে যাচ্ছিলেন তিনি। কিন্তু মিরাটের কাছে ভুনি টোল প্লাজায় ছিল প্রবল জ্যাম। যে কারণে ওই জওয়ানর গাড়ি দীর্ঘক্ষণ আটকে থাকে। আরও দেরি হলে বিমান ছেড়ে যাবে এই ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েন ওই জওয়ান। তাই গাড়ি থেকে নেমে তিনি টোল প্লাজার কর্মীদের সঙ্গে কথা বলতে যান। তখনই টোল প্লাজার কর্মীদের সঙ্গে ওই জওয়ানের বচসা বাধে। অভিযোগ, হঠাৎই টোল প্লাজার কর্মীরা কপিল ও তাঁর এক তুতো ভাইকে আটকে রেখে মারধর করে। সোশ্যাল মিডিয়ায় মারধোরের সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
দেখা গিয়েছে, ওই জওয়ানকে একটি পোস্টের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তাঁকে লাঠি দিয়ে মারছে বাকিরা। কপিল তার নিজের পরিচয় দিলেও টোল প্লাজার কর্মীরা কোনও কথাই কানে তোলেনি। ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি জজবাত ২৪।
জেলা পুলিস সুপার রাকেশ কুমার মিশ্র জানান, এই ঘটনায় ওই সেনাকর্মীর পরিবার একটি অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের দু’টি দল তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ৪ অভিযুক্তকে আটক করা হয়েছে। কয়েকজন পালিয়ে গিয়েছে। তাদের খুঁজে বের করতে চলছে তল্লাশি।
এই ঘটনার কড়া নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এদেশে সেনা জওয়ানরাও আর নিরাপদ নয়।
