ভোট কারচুপির অভিযোগ নিয়ে দেশের রাজনীতি ক্রমশ উত্তাল হচ্ছে। এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অনাস্থা প্রস্তাব আনার কথা ভাবছে বিরোধী ইন্ডিয়া জোট। যদিও ইন্ডিয়া ব্লগ এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্তে উপনীত হয়নি বলে জানা গিয়েছে।
সোমবার সকালে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের ঘরে ইন্ডিয়া ব্লকের সব সাংসদ বৈঠকে বসেন। ওই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট হয়ে তাঁকে সরানোর দাবি জানাবেন তাঁরা। ইন্ডিয়া ব্লকের অভিযোগ, রবিবার সাংবাদিক বৈঠকে জ্ঞানেশ কুমার যে সকল মন্তব্য করেছেন তা পুরোপুরি রাজনৈতিক। সাংবিধানিক পদে থাকা একজনের মুখে এ ধরনের কথা শোভা পায় না। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই জ্ঞানেশ কুমারকে সরিয়ে দিতে ইমপিচমেন্ট প্রস্তাবের কথা ভাবছেন ইন্ডিয়া জোটের সদস্যরা। যদিও এই মুহূর্তে বিষয়টি একেবারেই প্রাথমিক স্তরে আছে বলে সূত্রের খবর।
রবিবারের সাংবাদিক বৈঠকে সরাসরি নাম না করলেও রাহুলকে তীব্র কটাক্ষ করেন জ্ঞানেশ কুমার। তিনি লোকসভার বিরোধী দলনেতাকে তাঁর তোলা অভিযোগের সাপেক্ষে এক সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। অন্যথায় রাহুলকে ক্ষমা চাওয়ার কথাও বলেন। বিরোধী ইন্ডিয়া জোট কমিশনারের এই বক্তব্যকে আদৌ হালকাভাবে দেখছে না। মুখ্য নির্বাচন কমিশনার এ ধরনের হলফনামা দাবি করতে পারেন কিনা সে প্রশ্ন উঠছে। রাজনৈতিক মহল বলছে, আগেও নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এ ধরনের অনেক অভিযোগ উঠেছে। কিন্তু এই প্রথম মুখ্য নির্বাচন কমিশনারকে সরানোর ভাবনাচিন্তা শুরু হয়েছে।
Leave a comment
Leave a comment