ইউক্রেন যুদ্ধ নিয়ে রীতিমত আন্দোলিত হচ্ছেন তাবড় বিশ্বনেতারা। যুদ্ধ থামানোর সঠিক দিশা খুঁজতে হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঠিক সেই সময়েই মোদিকে ফোন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।সোশাল মিডিয়ায় এই তথ্য শেয়ার করে প্রধানমন্ত্রী মোদি জানান, পুতিন তাঁকে ফোন করে ইউক্রেন যুদ্ধ শেষ করা নিয়ে আলাস্কায় কী আলোচনা হয়েছে তা নিয়ে কথা বলেছেন৷
শনিবার ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় তিন ঘণ্টার এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে কোনও সমাধান সূত্র না বেরলেও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান দুই নেতা৷ পুতিন জানান, এবার ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হবে মস্কোয়৷ তবে এই বৈঠকের পরেই অনিবার্য হয়ে পড়ে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক।হোয়াইট হাউজের এই বৈঠক ঘিরে হাজির থাছেন ইউরোপিয়ান ইউনিয়নের কমপক্ষে পাঁচটি দেশের নেতারা৷
এমন পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভ্লাদিমির পুতিনের ফোন গোটা পরিস্থিতিকে অন্য মাত্রা দিয়েছে।রাশিয়ার সঙ্গে সখ্যর পাশাপাশি কম দামে তেল কেনার জেরে ভারতের উপর যুক্তিহীন ৫০% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ক্রমশ বড় অর্থনীতি হয়ে ওঠা ভারতের সঙ্গে রাশিয়ার সখ্যে চির ধরানোই উদ্দেশ্য বলে অনেকে মনে করছেন।কিন্তু ট্রাম্পের সেই নীতি যে বিন্দুমাত্র সফল হতে পারেনি এই ফোন কল তারই প্রমাণ।
ফোনে পুতিন যেমন ইউক্রেন যুদ্ধ শেষ করা নিয়ে আলাস্কায় কী আলোচনা হয়েছে তা বলেছেন, তেমনই প্রধানমন্ত্রী মোদিও ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন।তিনি বলেছেন ফেব্রুয়ারি ২০২২ থেকে চলা এই যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান হওয়া প্রয়োজন। ভারত এ বিষয়ে পূর্ণ সহায়তা দেবে এমন আশ্বাসও দিয়েছেন মোদি।প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়েও আলোচনা করেন। পাশাপাশি তাঁরা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবেন বলে সম্মত হয়েছেন।
Leave a comment
Leave a comment