প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার প্রয়াত। সোমবার, ১৮ই অগাস্ট ২০২৫, মহারাষ্ট্রের থানে শহরের জুপিটার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯১ বছর। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ঠিক কী কারণে মৃত্যু হয়েছে, তা এখনোও জানা যায়নি। আজ, মঙ্গলবার ১৯ অগাস্ট থানেতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
অচ্যুত পোতদার দীর্ঘ চার দশকের অভিনয় জীবনে ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি ছবিতে অভিনয় করেছেন। বাণিজ্যিক এবং সমালোচক প্রশংসিত দুই ধরনের ছবিতেই তিনি সমান দক্ষতার ছাপ রেখে গেছেন। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে আক্রোশ, আলবার্ট পিন্টো কো গুস্সা কিউন আতা হ্যায়, অর্ধ সত্য, তেজাব, পরিন্দা, রাজু বন গয়া জেন্টলম্যান, দিলওয়ালে, রঙ্গীলা, বাস্তব, হম সাথ সাথ হ্যায়, পরিণীতা, লাগে রহো মুন্না ভাই, দাবাং ২ এবং ভেন্টিলেটর।
তবে দর্শকদের কাছে তিনি সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠেন আমির খানের থ্রি ইডিয়টস ছবির কঠোর অধ্যাপকের চরিত্রে। ছবির তাঁর বিখ্যাত সংলাপ “আরে, ক্যাহেনা কিয়া চাহতে হো’ সোশ্যাল মিডিয়ায় আজও মিম হিসেবে দারুণ জনপ্রিয়।
শুধু বড় পর্দাতেই নয়, ছোট পর্দাতেও তাঁর অবদান ছিল সমানভাবে উজ্জ্বল। তিনি অভিনয় করেছেন ভারত এক খোঁজ, অল দ্য বেস্ট (দূরদর্শন), প্রধানমন্ত্রী (জি টিভি), আহাত (সনি টিভি), ওয়াগলে কি দুনিয়া এবং মারাঠি ধারাবাহিক মাঝা হোশিল না-এর মতো জনপ্রিয় সিরিয়ালে।
অভিনয়ে আসার আগে অচ্যুত পোতদার ছিলেন একজন অধ্যাপক। মধ্যপ্রদেশের রেওয়াতে শিক্ষকতা করার পর তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৬৭ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন। এরপর প্রায় ২৫ বছর ইন্ডিয়ান অয়েলে কাজ করেন এবং ১৯৯২ সালে অবসর নেন। অভিনয়ের জগতে তাঁর প্রবেশ ঘটে ৪৪ বছর বয়সে, আর সেখানেই তিনি খুঁজে পান জীবনের আসল ভালোবাসা। ভারতীয় সিনেমা ও টেলিভিশনে তাঁর অবদান আগামী প্রজন্মও মনে রাখবে।