বুধবার ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি ও ডায়মন্ড হারবার এফসি। ডার্বিজয়ী ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাবের বিরুদ্ধে লড়াই কলকাতার ফুটবলে নজর কেড়ে নেওয়া বছর চারেকের ক্লাবের। ফাইনালে ওঠার লড়াইয়ে ধারে ও ভারে অস্কার ব্রুঁজোর ইস্টবেঙ্গল এগিয়ে। তবে চ্যালেঞ্জ জানাতে তৈরি কিবু ভিকুনার ডায়মন্ড হারবারও। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধে ৭টা থেকে শুরু হবে ডুরান্ড সেমিফাইনাল ম্যাচ।
দুদিনের বিরতি শেষে ফের নকআউট ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। যেখানে হারলেই শেষ কাপ জয়ের যাবতীয় স্বপ্ন। দীর্ঘ সময় পার করে ক্লাবের সামনে এবার ট্রফি জয়ের হাতছানি। স্বভাবতই আশায় বুক বেঁধেছে লাল-হলুদ শিবির। ডার্বির দুরন্ত জয় রীতিমতো আত্মবিশ্বাস বাড়িয়েছে ব্রুঁজোর ফুটবলারদের। তবে আনকোরা প্রতিপক্ষকে বেশ গুরুত্ব দিচ্ছেন লাল হলুদের হেড কোচ। বিশেষ করে তাদের কাউন্টার অ্যাটাকের প্রবণতাকে।
নিয়মমাফিক মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গলের হেড কোচ হাজির হয়েছিলেন ফুটবলার বিপিন সিংকে সঙ্গে নিয়ে। মুম্বই সিটি থেকে আসা বিপিন সিং লাল-হলুদ জার্সিতে প্রথম বছরই নজর কেড়েছেন। সেমিফাইনাল ম্যাচে ব্রুঁজোর হাতে থাকা ৩ বিদেশি ফুটবলারই একটি করে হলুদ কার্ড দেখে ফেলেছেন। তালিকায় রয়েছেন সাউল ক্রেসপো, দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস, মিগুয়েল ফিগুয়েরা।
প্রথম একাদশের এই ৩ ফুটবলার ডায়মন্ড হারবারের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে একবার হলুদ কার্ড দেখলেই ফাইনালে কিন্তু খেলতে পারবেন না। মাঠে নামার আগে ৩ ফুটবলারকেই এই বিষয়টা মাথায় রাখতে বলেছেন ব্রুঁজো। মজার ছলে এদিন বলেন, ’এঁদের কেউ কার্ড দেখলে, দল যদি জেতেও, আমি তাঁকে শুভেচ্ছা জানাব দলকে বিপদে ফেলার জন্য’। ডার্বি ম্যাচে চোট পাওয়া মরোক্কান স্ট্রাইকার হামিদ আহদাদও ফিট নন। প্যালেস্টাইন থেকে ফেরেননি রশিদও। এঁদের ছাড়াই সেমিফাইনালে মাঠে নামছে ইস্টবেঙ্গল।
অন্যদিকে, ডায়মন্ড হারবার এফসি প্রথমবার ডুরান্ড কাপে খেলতে নেমেই সেমিফাইনালে। তারা কোয়ার্টার ফাইনালে ISL-এর শক্তিশালী দল জামশেদপুর এফসিকে ২-০ গোলে হারিয়েছে। গ্রুপ পর্বে যদিও মোহনবাগানের কাছে হারতে হয়েছে বড় ব্যাবধানে। তবে মোহনবাগান ম্যাচ এখন অতীত আই লিগে ওঠা দলটির কাছে।
ডায়মন্ড হারবার এফসির পোলিশ কোচ কিবু ভিকুনা কিন্তু সেমিফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গলকেই এগিয়ে রেখেছেন। তবে একই সঙ্গে বলেছেন, ”ফুটবলে সবকিছু সম্ভব। ম্যাচটা ১১ জন প্লেয়ারের মধ্যে। যে দল ভাল খেলবে, তারাই জিতবে”। ইস্টবেঙ্গলের দুই প্রাক্তনী কেরলের জবি জাস্টিন ও মির্শাদ মিচু সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসি জার্সিতে মাঠে নামবেন। প্রথমজন ইস্টবেঙ্গলের গোলে বল জড়ানোর দায়িত্বে, দ্বিতীয় জনের দায়িত্ব গোলপোস্ট আগলে রেখে দিয়ামানতাকোসদের পা থেকে বল ছিনিয়ে নেওয়ার।
মোহনবাগানের বিরুদ্ধে চোট পাওয়া ক্লেটন সিলভা রিহ্যাবে রয়েছেন। দলের বিদেশি ফুটবলারদেরও কমবশি চোট রয়েছে। তবে সেমিফাইনাল ম্যাচে কিবু পাবেন লুকা মাজেন এবং মিখেল কোরতাজারকে। হাতে থাকা ম্যাচফিট ফুটবলারদের নিয়েই ময়দানের পোড় খোওয়া পোলিশ কোচ বুধবার জমজমাট লড়াই দিতে তৈরি।