ফের একবার পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বলিউড সুপারস্টার আমির খানের ছোট ভাই ফয়সাল খান। এক সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, দীর্ঘদিনের টানাপোড়েনের পর তিনি পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন।
ফয়সাল বলেন, “আমি আজ ঘোষণা করছি যে, আমি পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছি। আমার আর তাঁদের সঙ্গে কোনো যোগ নেই। তাঁরা বহু বছর ধরে আমাকে মানসিক যন্ত্রণা দিয়ে আসছে। আমি শুধু সহ্য করছিলাম।’’ তিনি জানান, ২০০৮ সালের ১৬ ফেব্রুয়ারি এক আইনি লড়াইয়ে তিনি জয়লাভ করেছিলেন।
অভিযোগের সুরে ফয়সাল আরও জানান, তাঁর দুঃখ-কষ্টের শুরু ২০০৫ সাল থেকে। “সেই সময় আমির আমাকে জোর করে বাড়িতে আটকে রাখেন এবং জোরপূর্বক ওষুধ খাওয়াতেন,’’দাবি করেন তিনি। ফয়সাল আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করে বলেন, “আমিরের প্রথম বিয়ে হয়েছিল রীনার সঙ্গে, পরে তাঁদের ডিভোর্স হয়। তারপর তাঁর সম্পর্ক হয় ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনসের সঙ্গে। তাদের একটি সন্তানও হয়েছে বিয়ের বাইরে। সেই সময় আমির কিরণের সঙ্গে একসঙ্গে থাকছিলেন।”
উল্লেখ্য, ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনস পরে ২০০৭ সালে লন্ডনের ব্যবসায়ী উইলিয়াম ট্যালবটকে বিয়ে করেন। তিনি জানিয়েছিলেন, ভারতে কাজ করার সময় তার ছেলে জানের যত্ন নিতেন স্বামী উইলিয়াম। তবে ফয়সাল খান এখনও দাবি করছেন, আমির খানের সঙ্গে জেসিকা হাইনসের সম্পর্ক এবং সেই সময়কার ঘটনা তাঁর কাছে অত্যন্ত বেদনাদায়ক অধ্যায়। ফয়সালের এই অভিযোগ ও পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে বলিউড অভিনেতা আমির খানের পরিবারকে।