ভারতীয় জনপ্রিয় হিন্দি ছবিগুলির মধ্যে মিস্টার ইন্ডিয়া অন্যতম। যে ছবির মুখ্য চরিত্রে ছিলেন শ্রীদেবী। ছবিটি পরিচালনা করেছিলেন শেখর কাপুর। সম্প্রতি অভিনেত্রীর ৬২ তম জন্মদিনে শ্রীদেবীর স্মৃতিচারণা করেছেন শেখর।
পরিচালক বলেছেন, শ্রীদেবীর সঙ্গে কাজ করা এক অনন্য অভিজ্ঞতা। এত বড় অভিনেত্রী কিন্তু ব্যবহারে কখনও সেটা প্রকাশ পায়নি। ইউনিটের সকল সদস্যের প্রতি শ্রীদেবীর ব্যবহার ছিল অত্যন্ত আন্তরিক। কাজের প্রতি তাঁর নিষ্ঠা এবং পেশাদারিত্বের কোথাও এতটুকু খুঁত ছিল না। পরিচালক হিসেবে তাঁকে সব ধরনের সহযোগিতা করার কথাও উল্লেখ করেছেন শেখর।
মিস্টার ইন্ডিয়া ছবির একটি নাচের দৃশ্যের শুটিং হয়েছিল মহাবালেশ্বরে। সেই নাচের দৃশ্যের শুটিংয়ের কথাও শেখর বিশেষভাবে উল্লেখ করেছেন। শেখর বলেছেন, শ্রীদেবী যখন নাচ শুরু করল তখন আমাদের সকলের সামনে যেন গোটা পৃথিবীটা থেমে গেল। শুধু চলছে শ্রীদেবীর নাচ। মনে হল, অন্য কোনও একজন মানুষ আমাদের সামনে নেমে এসেছেন। আমি এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে কাট বলতে ভুলে গিয়েছিলাম।
শেখর কাপুর আরও জানিয়েছেন, ছবি করতে গিয়ে যখনই তিনি কোনও সমস্যায় পড়েছেন তখনই সেখান থেকে তাঁকে উদ্ধার করতে এগিয়ে এসেছেন শ্রীদেবী। কাজে প্রচণ্ডভাবে উৎসাহ জুগিয়েছেন। তিনি নিজে যে একজন এত বড় তারকা সেটা কখনও বুঝতে দেননি। ইউনিটের প্রতিটি সদস্যের সঙ্গে তাঁর ব্যবহার ছিল অত্যন্ত আন্তরিক। অভিনয়ে তিনি যে শুধু তাঁর অবিশ্বাস্য প্রতিভাকে কাজে লাগিয়েছেন তা নয়। তাঁর সারল্য এবং সাবলীলতাকেও অভিনয়ে ব্যবহার করেছেন। শ্রীদেবীর কাছে ক্যামেরাই ছিল শেষ কথা। ক্যামেরার কাছেই তিনি তাঁর অন্তরের অনুভূতি উজাড় করে প্রকাশ করতেন। ক্যামেরার সামনে নিজের অন্তরের সত্যকে প্রকাশ করতে অভিনেত্রী কখনও ভয় পাননি। সেটাই তাঁকে তারকা হয়ে উঠতে সাহায্য করেছে।
১৯৮৭ সালে শ্রীদেবী ও বনি কাপুর অভিনীত ছবিটি মুক্তি পায়। বলিউডের আইকনিক ছবিগুলির মধ্যে মিস্টার ইন্ডিয়া অন্যতম। ওই ছবিতে শ্রীদেবীর ‘হাওয়া হাওয়াই’ গানটি এখনও মানুষকে মুগ্ধ করে রাখে।
বেশ কয়েক বছর ধরে নতুন মিস্টার ইন্ডিয়া তৈরির কথা চলছে। কিন্তু সেই প্রকল্পটি বিশেষ অগ্রগতি হয়নি। পরিচালক শেখর এখন ‘মাসুম’ ছবির সিক্যুয়েল নিয়ে ব্যস্ত। এই নতুন ছবিতে নাসরুদ্দিন শাহ, শাবানা আজমি, কাবেরী, মনোজ বাজপেয়ী অভিনয় করবেন বলে জানা গিয়েছে।
