ওভাল অফিসের বৈঠক অত্যন্ত সফল হয়েছে বলে জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে ট্রুথ সোশালে দীর্ঘ পোস্ট করে ট্রাম্প লেখেন যে ইউরোপীয় নেতাদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকের উদ্যোগ নিয়েছেন। এই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার ও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। বৈঠকে ইউক্রেনের সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলি নিয়েও আলোচনা হয়।
ট্রাম্প জানান, আলোচনায় মূলত ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি গুরুত্ব পেয়েছে। জানা গেছে মার্কিন সহযোগিতায় ইউক্রেনের সুরক্ষা নিশ্চিত করবে ইউরোপীয় দেশগুলি। এসব আলোচনা চলাকালেই তিনি সরাসরি প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন। দু-জনের মধ্যে প্রায় ৪০ মিনিট কথা হয়। ট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে কথা বলে জেলেনস্কি-পুতিন দ্বিপাক্ষিক বৈঠকের ব্যবস্থা করেছেন। তবে সেই বৈঠকের স্থান এখনও নির্ধারিত হয়নি।
রুশ সংবাদমাধ্যমের তথ্যেও জানা যায়, দুই রাষ্ট্রপ্রধান প্রায় ৪০ মিনিট ফোনে কথা বলেছেন এবং রুশ-ইউক্রেন প্রতিনিধি দলের সরাসরি আলোচনার পক্ষে সমর্থন জানিয়েছেন। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, আলাস্কা সম্মেলনের পর ট্রাম্পের আতিথেয়তা ও অগ্রগতির জন্য পুতিন তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানিয়েছেন যে প্রাথমিক বৈঠকের পর তিনি দুই রাষ্ট্রপ্রধান অর্থাৎ পুতিন ও জেলেনস্কিকে নিয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠক করার পরিকল্পনা করেছেন। ট্রাম্পের দাবি, “প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের জন্য এটি খুবই ভাল একটি প্রাথমিক পদক্ষেপ।”