আপনি কি ঝাপসা দেখছেন? ভাবছেন চোখের পাওয়ারের সমস্যা বা অন্য কিছু? কিন্তু সাম্প্রতিক এক পরীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ভারতের গ্রামীণ এলাকার বছর ৩৫-এর এক ব্যক্তি চোখে কিছুটা ঝাপসা দেখছিলেন। এরপর তিনি চিকিৎসকের কাছে যান। তবে পরীক্ষায় যা ধরা পড়ে তাতে চমকে যান চিকিৎসকরা। দেখা যাচ্ছে তার চোখের ভেতরে দিব্যি চলে ফিরে বেড়াচ্ছে এক কৃমি।
এই ঘটনা নিয়ে সম্প্রতি ‘নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’-এ একটি কেস স্টাডি প্রকাশিত হয়েছে।
চিকিৎসকরা জানাচ্ছেন ওই কৃমিটি মূলত কুকুর ও বিড়ালের শরীরে পাওয়া যায়। এর নাম ‘গনাথস্টোমা স্পিনিজরুম’ যা বিজ্ঞানের ভাষায় এক ধরণের নিমাটোড। বিশেষজ্ঞদের মতে, কাঁচা বা আধা-সিদ্ধ মাংস খেলে অনেক সময় এই কৃমিটি মানুষের দেহে প্রবেশ করে। এই ক্ষেত্রে পরে কৃমিটি ওই ব্যক্তির চোখে চলে গেছে।ফান্ডোস্কোপি পরীক্ষায় চোখের ভেতর কৃমিটি চলতে দেখা যায়।
আমেরিকান একাডেমি অব অপথ্যালমোলজির মুখপাত্র ও রেটিনা বিশেষজ্ঞ ডা. আবধিশ ভাবসার জানাচ্ছেন যে ‘গনাথস্টোমিয়াসিস’ হল এমন এক রোগ যা কাঁচা মাছ, মুরগি, সাপ বা ব্যাঙ খাওয়ার মাধ্যমে হয়।কৃমিগুলি চোখের ভেতরে ঢুকে রেটিনা বা সাব-রেটিনাল অংশে নড়াচড়া করে এবং গুরুতর ক্ষতি, এমনকি অন্ধত্বের কারণ হতে পারে ।
তবে চোখের কোনও সমস্যা হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা জরুরী।