হাড়হিম করা ঘটনা গুজরাটে। দশম শ্রেণির এক ছাত্রকে ধারালো অস্ত্রের কোপে খুন করার অভিযোগ উঠেছে অষ্টম শ্রেণির এক পড়ুয়ার বিরুদ্ধে। মঙ্গলবার আমেদাবাদের খোকরা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘটনার কথা সামনে আসতেই স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
পুলিশ জানিয়েছে, স্কুল চলাকালীন কোনও বিষয় নিয়ে দুই ছাত্রের মধ্যে বচসা হয়। ক্রমশ তা হাতাহাতিতে গড়ায়। এই সময় হঠাৎই অষ্টম শ্রেণির ওই পড়ুয়া দশম শ্রেণির ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। ওই ছাত্রের চিৎকারে ছুটে আসে অন্যরা। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
ছাত্রের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্কুলে ছুটে আসেন অভিভাবক ও এলাকার বাসিন্দারা। প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। অভিযোগ, বিক্ষোভকারীরা স্কুলের কিছু শিক্ষাকর্মী ও শিক্ষকদের উপরেও চড়াও হন। ভাঙচুর হয় স্কুলে থাকা একাধিক গাড়ি, মোটরবাইক ও বাস। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ঘটনার জেরে খোকরা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে খোকরাতে। উত্তেজনা থাকায় ওই স্কুল চত্বরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। কেন এই ঘটনা ঘটল, ওই ছাত্র কোথা থেকে অস্ত্র পেল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস। অভিযুক্ত ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।
