“Be Your Own Sugar Daddy”… । ক্রিকেটার যজুবেন্দ্র চাহলের টি-শার্টের বার্তা ভাইরাল হওয়া ঘিরে অবশেষে মুখ খুললেন তাঁর প্রাক্তন স্ত্রী ধনশ্রী ভর্মা। সম্প্রতি ইউটিউবের এক পডকাস্ট অনুষ্ঠানে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার বলেছেন, বিবাহবিচ্ছেদ মামলার শুনানি প্রক্রিয়া চলাকালীন আবেগপ্রবণ হয়ে খুব কেঁদেছিলেন। তখন তাই তাঁর নজরে পড়েনি চাহলের টি-শার্ট বার্তা, যা পরে ভাইরাল হয়েছে।
জাতীয় দলের ক্রিকেটার তথা প্রাক্তন স্বামী চাহলের সঙ্গে বিবাহবিচ্ছেদের বিষয়টি নিয়ে পডকাস্টে খোলাখুলি কথা বলেছেন ধনশ্রী। বলেছেন, ” আমরা মানসিকভাবে ভালভাবে প্রস্তুত ছিলাম, তবু খুব আবেগপ্রবণ হয়ে পড়ি। সবার সামনে কাঁদতে শুরু করি। তখন কী অনুভব করছিলাম তা প্রকাশ করতেও পারিনি। কেবল মনে আছে সবকিছু ঘটেছিল আর চাহল প্রথমে বেরিয়ে এসেছিল।”
নৃত্যশিল্পী ধনশ্রী বলেছেন, ”টি-শার্ট স্টান্টটি ঘটেছে আমি জানার আগেই। তাছাড়া আমরা (তাঁর পরিবারের সদস্যরা) সবাই জানতাম যে মানুষ এর জন্য আমাকেই দোষারোপ করবে।” পডকাস্ট অনুষ্ঠানে প্রাক্তন স্বামীর প্রতি সোজসাপটা প্রশ্নও ছুড়েছেন ধনশ্রী। বলেছেন , “ভাই, হোয়াটসঅ্যাপ কর দেতা। টি-শার্ট কিউ পেহনা হ্যায়?”
বিবাববিচ্ছেদ মামলা চলাকালীন তাঁর টি শার্ট বার্তা ভাইরাল হওয়া ঘিরে পরে মুখ খুলেছিলেন জাতীয় দলের এই ক্রিকেটার। বর্তমানে টিম ইন্ডিয়ায় সুযোগ না পাওয়া লেগ স্পিনার বলেছেন,, ‘উল্টো দিক থেকে অনেক কিছু বলা হচ্ছিল। থামার কোনও লক্ষণ ছিল না। একটা সময় মনে হয়, যথেষ্ট হয়েছে। তাই কাউকে দোষারোপ না করে, শুধু একটা বার্তা দিতে চেয়েছি।’’
যজুবেন্দ্র চাহল সরাসরি মুখ না খুললেও বুঝিয়ে দিয়েছিলেন, খোরপোশ নিয়ে ধনশ্রীর অযৌক্তিক দাবিতে তিনি রীতিমতো বিরক্ত। তারকা জুটির বিবাহবিচ্ছেদে ঘিরে প্রকাশিত নানান রিপোর্টে লেখা হয়েছে ধনশ্রীর খোরপোশ বাবদ ৪.৭৫ কোটি টাকা দিতে হয়েছে চাহলকে।
২০২৫ এর ৫ ফেব্রুয়ারি মুম্বইয়ের আদালতে পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন চাহল ও ধনশ্রী। তাঁদের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের জুন মাস থেকে তাঁরা আলাদা রয়েছেন। বান্দ্রার পারিবারিক আদালত, গত ২০ মার্চ তাঁদের বিবাহবিচ্ছেদের আবেদনে সিলমোহর দিয়েছে।
বিবাহবিচ্ছেদের কিছুদিন পর থেকেই চাহল এবং আরজে মওয়াশের সম্পর্ক ঘিরে ছড়িয়েছে নানান গুঞ্জন। অন্যদিকে বসে নেই চাহলের প্রাক্তন স্ত্রী ধনশ্রীও। তিনি নতুন ভালবাসার খোঁজে আছেন বলে নিজেই কবুল করেছেন।
