হাতে গোনা আর কয়েকটা দিন। তারপরেই হাওড়া ময়দান থেকে সল্টলেকের সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো রেল পরিষেবা চালু হয়ে যাচ্ছে পুরোদমে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনে জুড়ে যাচ্ছে ধর্মতলা-শিয়ালদহ। আগামী ২২ আগস্ট শুক্রবার এই নতুন পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন। শহরের দুই বৃহৎ রেল স্টেশন হাওড়া ও শিয়ালদহ-কে এক সূত্রে বেঁধে দিচ্ছে মেট্রো রেলের এই নতুন পরিষেবা। স্বভাবতই দুর্ভোগ বেশ খানিকটা কমবে দুই স্টেশনে পৌঁছতে চাওয়া যাত্রীদের।
কয়েকদিন আগেই মেট্রো সূত্রে খবর হয়েছিল অরেঞ্জ লাইনের মেট্রো পথে জুড়ছে রুবি মোড় থেকে বেলেঘাটা। ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে জয় হিন্দ (কলকাতা এয়ারপোর্ট) পর্যন্ত মেট্রোর সম্প্রসারণও হয়েছে। সবকিছু ঠিকঠাক চললে ২২ অগাস্ট, শুক্রবার এই দুটি মেট্রো পরিষেবারও আনুষ্ঠানিক উদ্বোধন। মেট্রো সূত্রে খবর ২৫ অগাস্ট থেকেই চালু হয়ে যাবে যাত্রী পরিষেবা। এক জায়গা থেকেও মিলবে সব লাইনের টিকিট।
মেট্রো রেলের ইয়লো আর অরেঞ্জ লাইনের থেকেও গ্রিন লাইনের মেট্রোকে ঘিরে বেশি কৌতুহলী আমজনতা।বউবাজার এলাকার অংশে পুরো পরিষেবা চালু হলে হাওড়া ময়দান থেকে শিয়ালদহ যেতে সময় লাগবে মেরেকেটে মিনিট ১২। আর হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সময় লগবে মাত্র ২৫-২৬ মিনিট।
শিয়ালদহ-এসপ্ল্যানেট জুড়ে গেলে ইস্ট -ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনে জুড়বে ১২টি স্টেশন। এই পথে থাকবে হাওড়া ময়দান, হাওড়া, মহাকরণ, এসপ্ল্যানেড, শিয়ালদহ, ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী, সল্টলেট সেক্টর ফাইভ।
ইস্ট-ওয়েস্ট মেট্রো রেল সূত্রে খবর, ভিড়ের কথা মাথায় রেখেই পিক আওয়ার্সে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা মিলবে ৮ মিনিট অন্তর। আপাতত ১৮০ মেট্রো এই পরিষেবা দেবে। শুধু তাই নয়, রবিবারও চালু থাকছে গ্রিন লাইনের মেট্রো রেল পরিষেবা।
বর্তমানে মেট্রো রেলের গ্রিন লাইনে পরিষেবা মেলে দুটি পর্যায়ে। গ্রিন লাইন ওয়ানে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ। আর গ্রিন লাইনে টু হাওড়া ময়দান থেকে ধর্মতলা। গ্রিন লাইন টুর শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পরিষেবা বন্ধ থাকে রবিবার। ধর্মতলা-শিয়ালদহ জুড়ে গেলে তখন এক মেট্রোতেই সব স্টেশনে পৌঁছনো যাব। আর সম্পূর্ণ পরিষেবা মিলবে রবিবারও।
ইস্ট ওয়েস্ট মেট্রো রেল সূত্রে খবর, সকাল ৬-৩৫ থেকে রাত ৯-৪৫ পর্যন্ত গ্রিন লাইনে চালু থাকবে মেট্রো পরিষেবা। স্থির হয়েছে সকাল ৯ টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর মিলবে পরিষেবা। পিক আওয়ার্সে মিলবে ৮ মিনিট অন্তর। দুপুর থেকে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত মেট্রো পাওয়া যাবে ১০ মিনিট অন্তর। আবার ৪.৩০ এর পর থেকে রাত ৮.৩০ মিনিট পর্যন্ত চালু থাকবে ৮ মিনিট অন্তর। তারপর আবার ১৫ মিনিট অন্তর পরিষেবা মিলবে। রবিবার এই লাইনে পরিষেবা চালু হবে সকাল ৯ টা থেকে রাত ৯-৪০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট অন্তর।
ইস্ট ওয়েস্ট মেট্রো রেল কর্তৃপক্ষের আশা গ্রিন লাইনে পুরোপুরি চালু হলে দৈনিক যাত্রী সংখ্যা ৬ লক্ষে পৌঁছে যাবে। তবে ভিড় বাড়লে বিরতির সময় কমিয়ে কিংবা আরও নতুন রেক এনে দৈনিক পরিষেবার স্বাভাবিক করা হবে।