অভিনেত্রী স্বরা ভাস্করের নতুন মন্তব্যে ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। সম্প্রতি ভাইরাল হওয়া এক পডকাস্ট ভিডিওতে স্বরা খোলাখুলি স্বীকার করেছেন যে তিনি বাইসেক্সুয়াল। শুধু তাই নয়, তিনি জানান যে তাঁর বড় ধরনের ক্রাশ রয়েছে সমাজবাদী পার্টির নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদবের উপর।
বিয়ের পর কিছুদিন চুপচাপ থাকলেও নতুন এই ভিডিয়োতে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন স্বরা। ওই পডকাস্টে তিনি বসেছিলেন তাঁর স্বামী ও রাজনীতিবিদ ফাহাদ আহমদের সঙ্গে। আলাপচারিতার সময় স্বরা বলেন, “যদি মানুষকে স্বাধীনভাবে থাকতে দেওয়া হয়, তবে সবাই-ই বাইসেক্সুয়াল।”
যখন তাঁকে তাঁর ক্রাশ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, স্বরা মজা করে স্বামীর দিকে তাকিয়ে বলেন, “ওর উত্তরপ্রদেশের ক্যারিয়ার এখন শেষ।” তারপরই যোগ করেন,“আমার ভীষণ ক্রাশ… যখন আমি ডিম্পল যাদব জিকে দেখেছিলাম, তখন পুরোপুরি মুগ্ধ হয়ে গিয়েছিলাম।” সঙ্গে সঙ্গেই ফাহাদ হাসতে হাসতে স্পষ্ট করে বলেন,“হ্যাঁ, অখিলেশ যাদবের স্ত্রী।”
স্বরার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই ভিডিয়োটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। অনেকেই তাঁকে কটাক্ষ করে লেখেন, “তাহলে স্বামীর ক্রাশ নিশ্চয়ই কানহাইয়া কুমার।” আরেকজন লেখেন, “ওর ভিডিয়ো কেন পোস্ট করা হয়? ও তো সেলিব্রেটি নয়, ওকে প্রাসঙ্গিক বানানো বন্ধ করুন।”
কেউ কেউ আবার রাজনৈতিক দিক খুঁজে মজা করে মন্তব্য করেছেন, “হয়তো সমাজবাদী পার্টির টিকিটের দিকে নজর রয়েছে। আশা করি অখিলেশ ওকে গোরক্ষপুর থেকে দাঁড় করাবেন।” সব মিলিয়ে, স্বরার এই খোলামেলা স্বীকারোক্তি ও ডিম্পল যাদবকে নিয়ে মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছে।
