শিক্ষিকার গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলায়। শিক্ষিকার গায়ে আগুন লাগানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক তরুণকে। ১৮ বছরের ওই তরুণের নাম সূর্যাংশ কোচার।
জানা গিয়েছে, ওই শিক্ষিকার সঙ্গে সূর্য্যাংশের বছর দুই আগে থেকেই পরিচয় ছিল। সূর্যাংশ একতরফাভাবে ওই শিক্ষিকার প্রতি আকৃষ্ট হয়েছিল। যে কারণে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে অন্য একটি স্কুলে পড়াশুনা করছে সূর্য্যাংশ।
পুলিশ জানিয়েছে, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ওই শিক্ষিকার সাজ পোশাক নিয়ে সূর্যাংশ একটি আপত্তিকর মন্তব্য করে। যে কারণে ওই ছাত্রের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন শিক্ষিকা। শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে সূর্যাংশকে শাস্তি পেতে হয়। তাই তার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা।
পুলিশ জানিয়েছে, সোমবার বিকেলে সাড়ে তিনটে নাগাদ সূর্যাংশ বোতল ভর্তি পেট্রল নিয়ে ওই শিক্ষিকার বাড়িতে গিয়েছিল। সেখানে কথাবার্তার মাঝে হঠাৎই শিক্ষিকার গায়ে পেট্রল ছিটিয়ে দিয়ে আগুন লাগায়। সঙ্গে সঙ্গেই ওই শিক্ষিকার বাড়ির লোকজন ছুটে এসে শিক্ষিকার গায়ের আগুন নেভায়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিক্ষিকার শরীরের ১০ থেকে ১৫ শতাংশ পুড়ে গিয়েছে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল।
মহকুমা পুলিশের আধিকারিক মনোজ গুপ্তা, জানিয়েছেন প্রতিহিংসার কারণেই ওই ছাত্র শিক্ষিকার গায়ে আগুন লাগায়। অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। আক্রান্ত শিক্ষিকা প্রবল আতঙ্কে রয়েছেন। তিনি কিছুটা সুস্থ হলে তাঁর বয়ান রেকর্ড করা হবে। তারপর ওই ছাত্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment
Leave a comment