জয়পুরে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৫-এর গ্র্যান্ড ফিনালেতে সারা দেশের নজর কেড়ে নিলেন মনিকা বিশ্বকর্মা। ঝলমলে অনুষ্ঠানে গতবারের বিজয়ী রিয়া সিংহ তাঁর উত্তরসূরিকে মুকুট পরিয়ে দেন। এর ফলে এবার মনিকা ভারতের প্রতিনিধিত্ব করবেন আগামী নভেম্বর মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায়। মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৫-এর গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হতেই মুহূর্তেই তাঁর নাম সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
প্রতিযোগিতায় দেশের নানা প্রান্তের অংশগ্রহণকারীরা অসাধারণ পারফর্ম করেন। এর মধ্যে উত্তরপ্রদেশের তানিয়া শর্মা প্রথম রানার-আপ, মোহক থিংরা দ্বিতীয় রানার-আপ, এবং হরিয়ানার আমিশি কৌশিক তৃতীয় স্থান অর্জন করেন। তবে সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং বিচারকদের সামনে তাঁর চিন্তাশীল উত্তর দিয়েই সবার থেকে আলাদা হয়ে ওঠেন মনিকা।
রাজস্থানে জন্ম হলেও বর্তমানে দিল্লির বাসিন্দা মনিকা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতকের শেষ বর্ষের ছাত্রী। ছোটবেলা থেকেই তিনি প্রশিক্ষিত শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং সারা দেশে নৃত্য পরিবেশন করেছেন। পাশাপাশি তিনি একজন দক্ষ চিত্রশিল্পী। এর আগে মিস ইউনিভার্স রাজস্থান ২০২৪ খেতাবও জিতেছিলেন। শুধু শিল্পকলায় নয়, সমাজসেবাতেও তাঁর গভীর আগ্রহ রয়েছে। তিনি প্রতিষ্ঠা করেছেন ‘নিউরোনোভা’ নামের একটি উদ্যোগ, যা স্নায়ু রোগে আক্রান্ত মানুষদের সহায়তা করে। সমাজসেবার প্রতি তাঁর এই নিষ্ঠা, প্রতিভা এবং আত্মবিশ্বাস মিলিয়েই তাঁকে বর্তমান জগতে আলাদা পরিচিতি এনে দিয়েছে।
জয়ের আনন্দ প্রকাশ করে মনিকা বলেন, “আমার যাত্রা শুরু হয়েছিল গঙ্গানগর থেকে, আর আজ তা এসে পৌঁছেছে দিল্লিতে। যদি আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখি, তবে সবকিছু সম্ভব। আমাকে সমর্থন করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।” এখন সবার দৃষ্টি মনিকা বিশ্বকর্মার দিকে, কারণ আগামী মিস ইউনিভার্স ২০২৫-এ ভারতের হয়ে তাঁকেই বিশ্বমঞ্চে প্রতিযোগিতা করতে দেখা যাবে।
