উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলার জালালাবাদের নাম পরিবর্তন করা হয়েছে। জালালাবাদের নতুন নাম হয়েছে পরশুরামপুরি। জালালাবাদের এই নাম পরিবর্তনের অনুমতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
জানা গিয়েছে, রাজ্যের মুখ্যসচিবকে পাঠানো এক নির্দেশের প্রেক্ষিতে জালালাবাদের নতুন নাম কার্যকর হয়েছে। ওই চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, জালালাবাদের নাম পরিবর্তন করে পরশুরামপুরী রাখার ব্যাপারে তাদের কোনও আপত্তি নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন মেলায় পিলভিটির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ এক্স পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। জিতিন বলেছেন, জালালাবাদের নাম পরিবর্তন করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুমোদন দিয়েছেন এজন্য তাঁকে ধন্যবাদ জানাই। একইসঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পিলভিটের সাংসদ। জালালাবাদের এই নাম পরিবর্তনকে সনাতনী সমাজের পক্ষে গর্বের বলেও দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। এই প্রসঙ্গে জিতিন বলেছেন, এই নাম পরিবর্তনের কারণে ভগবান পরশুরামের ভক্তরাও খুশি হবেন।