রাশিয়ায় সঙ্গে ভারতের তেল বাণিজ্য যাতে বড় রকমের ধাক্কা খায় সে জন্য দিল্লির উপর ৫০% শুল্ক চাপিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সেই আশায় জল ঢেলে সম্ভবত উল্টে আরও বড় ও পাকাপোক্ত হতে চলেছে দিল্লি-মস্কোর বাণিজ্য। রাশিয়া সফরে গিয়ে আমেরিকার শুল্কবৃদ্ধির প্রেক্ষাপটে মস্কোর সঙ্গে বাণিজ্য বাড়াতে উদ্যোগী হয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি রুশ কোম্পানিগুলিকে ভারতীয় অংশীদারদের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। অন্য দিকে, ভারতীয় পণ্যের জন্য মস্কোর বাজার সবসময়ে খোলা বলে মন্তব্য করেছেন রাশিয়ার ডেপুটি চিফ অব মিশন রোমান বাবুশকিনও।
রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আমেরিকার সঙ্গে তীব্র টানাপোড়েনের মধ্যেই মস্কো গিয়ে বুধবার রাশিয়ার সংস্থাগুলিকে ভারতের সঙ্গে ব্যবসা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বিদেশমন্ত্রী। মস্কোয় ভারত-রাশিয়া বিজনেস ফোরামে ভাষণ দিতে গিয়ে জয়শঙ্কর বলেন, মেক ইন ইন্ডিয়া এবং এই ধরনের অন্যান্য উদ্যোগ বিদেশি ব্যবসায়ীদের জন্য নতুন দরজা খুলে দিয়েছে। জয়শঙ্কর বলেন, “৪ ট্রিলিয়ন ডলারেরও বেশি জিডিপি সহ ভারত এখন এমন অর্থনীতি যা নিকট ভবিষ্যতে ৭% হারে বৃদ্ধি পাবে। তাঁর বার্তা, এখন নির্ভরযোগ্য উৎস থেকে বিপুল সম্পদের প্রয়োজন স্পষ্ট। তিনি বিনিয়োগ, যৌথ উদ্যোগ ও অন্যান্য সহযোগিতার ক্ষেত্রেও গভীর অংশীদারিত্বের ডাক দেন।
সফরে গিয়ে রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরভের সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর। সেখানে তিনি বলেন যে পুরনো পথ ধরে এগোলে চলবে না। বরং সম্পর্কের পরিধি আরও বাড়াতে হবে। তবে রাশিয়ার উপরে পরোক্ষে চাপ সৃষ্টি করতেই যে ভারতের উপরে অতিরিক্ত ট্যারিফ চাপিয়েছে আমেরিকা, মঙ্গলবার তার সাফাই দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিনা লেভিট। তবে পরিস্থিতি যাই হোক দিল্লির এই পদক্ষেপকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।