আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বড় মন্তব্য করলেন কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা সত্ত্বেও টুর্নামেন্টে অংশ নিতে রাজি হয়েছে টিম ইন্ডিয়া। যদিও সমর্থক এবং বিশেষজ্ঞদের একাংশ বিসিসিআইকে এই ইভেন্ট বয়কট করার আহ্বান জানিয়েছেন। তবে পূর্ব পরিকল্পনা মতো ৯ সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে এশিয়া কাপ।
এ দিকে ভারত যে শুধু পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি হয়েছে তাই নয়। এমনকি দুই দেশ যদি শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছয় সে ক্ষেত্রে আসন্ন প্রতিযোগিতায় তারা তিন বার একে অপরের মুখোমুখি হতে পারে। এ দিকে আক্রম মনে করেন, শেষ মুহূর্তে ভারত যদি মত বদলায় এবং পাকিস্তানের সঙ্গে খেলতে অস্বীকার করে, তবুও খেলাটি অবশ্যই হওয়া উচিত।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি বোলার। সেখানে তিনি বলেন, “এশিয়া কাপের সূচি প্রকাশিত হওয়ার পর থেকেই বিভিন্ন রকমের প্রতিক্রিয়া আসছে। তবে আমরা পাকিস্তানে শান্তই রয়েছি। শেষপর্যন্ত খেলি বা না খেলি, আমরা নিজেদের দিক থেকে ঠিক থাকব। খেলাটি অবশ্যই চালিয়ে যাওয়া উচিত।” এরই সঙ্গে যোগ করেছেন, “আমি আমার জীবদ্দশায় ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি টেস্ট সিরিজ দেখার আশা করি।”
পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পরই পাকিস্তানকে সব দিকে বয়কট করতে উদ্যত হয়েছে ভারত। এর পরও ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলা নিয়ে আশাবাদী আক্রম। দুই দেশের মধ্যেকার উত্তেজনা প্রসঙ্গে বলেন, “আমি রাজনীতিবিদ নই। একজন দেশপ্রেমিক মাত্র। আবার ওরাও (ভারতীয়রা) ওদের দেশের প্রতি অনুগত। আসুন, আমরা বরং স্বার্থপর না হওয়ায় অঙ্গীকার করি, দেশের সাফল্যের কথা বলুন। পাকিস্তানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, আবার ভারতের ক্ষেত্রেও। বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়।”