তারাপীঠে কৌশিকী অমাবস্যা। লক্ষ লক্ষ পুণ্যার্থী তারাপীঠমুখী। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে তারাপীঠকে। শুক্রবার ভোর চারটে থেকে শুরু হবে দেবীর স্নান ও মঙ্গলারতি। এরপর খোলা হবে গর্ভগৃহের দরজা। সন্ধ্যায় রাজবেশে দেবীকে স্বর্ণ অলঙ্কারে সাজানো হবে। মন্দির কমিটির মতে, এবার প্রায় ৫ লাখ ভক্ত সমাগম হতে পারে তারাপীঠ মন্দিরে। তার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে মন্দিরে। পুলিশি নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। পুলিশ প্রশাসন ভক্তদের সুবিধার্থে যাবতীয় ব্যবস্থা করেছে।
তৃণমূল নেতা কাজল শেখ এই পুণ্য দিনে তারামায়ের দর্শনের জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ভক্তদের সুবিধায় যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, বীরভূম জেলা পরিষদ, বীরভূম জেলা পুলিশ যাবতীয় ব্যবস্থা করেছে। প্রত্যেক বছর ৫ থেকে ৬ লাখ ভক্তের সমাগম হয়। ২২ অগস্ট শুক্রবার ১১টা ৫৮ মিনিটে শুরু হচ্ছে তিথি। শেষ হচ্ছে ২৩ অগস্ট শনিবার ১১টা ৩৭ মিনিটে। এবছরও ৫-৭ লাখ ভক্তরা আসবেন। নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। বীরভূম জেলা প্রশাসন তারাপীঠ উন্নয়ন পর্যদের সঙ্গে আলোচনা করেছে। সবার প্রথমে সকলকে আমন্ত্রণ জানাই। ভারতের বাইরে থেকেও যারা আসছেন সকলকে আমন্ত্রণ। আসুন, তারামায়ের দর্শন করুন। কোনও অসুবিধা হবে না। আমরা সকলে সহযোগিতা করব।
