২২ অগাস্ট নিজের ৭০ তম জন্মদিন উদযাপন করছেন দক্ষিণী মেগাস্টার চিরঞ্জীবী। জন্মদিনের প্রাক্কালে চমক হিসাবে সামনে আনলেন বিশ্বম্ভরার টিজার। নিজের ৭০ তম জন্মদিনে অভিনেতা তাঁর বহু প্রতীক্ষিত ফ্যান্টাসি ড্রামা ‘বিশ্বম্ভরা’ সম্পর্কে নতুন আপডেটও দিয়েছেন তাঁর ভক্তদের। বিগ বাজেটের এই ছবির দেখার জন্য ভক্তদের আমন্ত্রণও জানিয়েছেন তিনি।
এক্স পোস্টে দেওয়া একটি ভিডিওতে চিরঞ্জীবী জানিয়েছেন, ভক্তদের জন্য তাঁর জন্মদিনের উপহার এই ছবি বিশ্বম্ভরা। ২০২৬-এর মাঝামাঝি গোটা বিশ্বে এই ছবি মুক্তি পাবে।
বিশ্বম্ভরার মুক্তি ক্রমশ পিছিয়েছে। কী কারণে ছবির মুক্তি পিছিয়েছে তার ব্যাখ্যাও দিয়েছেন অভিনেতা।
চিরঞ্জীবী জানিয়েছেন, এই ছবির দ্বিতীয় পর্বটি মূলত অত্যাধুনিক ভিসুয়াল এফেক্টের উপরে নির্ভর করে তৈরি করা হয়েছে। ছবির গুণমান যাতে কোনওভাবেই ক্ষুণ্ণ না হয় তার উপর তিনি বিশেষ জোর দিয়েছেন। এই ছবির গল্প এবং দৃশ্যগ্রহণ সবকিছুই নিখুঁত করাই তাঁর এক ও একমাত্র লক্ষ্য। সেজন্যই তিনি হাতে সময় নিয়ে ছবিটি তৈরি করছেন। এই ছবি যাতে ছোট থেকে বড় সকলে একসঙ্গে দেখতে পান তেমনভাবে তৈরি করা হচ্ছে। অর্থাৎ এই ছবি পরিবারের সকল সদস্য একসঙ্গে বসে উপভোগ করতে পারবেন। সেজন্য ২০২৬ এর গ্রীষ্মে এই ছবি হলে আসবে বলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। ভক্তদের আশ্বস্ত করে বলেছেন, আর কয়েককটা মাস অপেক্ষা করুন।
‘বিশ্বম্ভরা’ একটি তেলেগু ভাষার ফ্যান্টাসি অ্যাকশন ছবি। ছবির গল্প ও পরিচালনা করেছেন মল্লাদি বশিষ্ঠ। প্রযোজনা করেছেন ইউভি ক্রিয়েশনস। চিরঞ্জীবী ছাড়াও এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ত্রিশা কৃষ্ণন, কুণাল কাপুর এবং আশিকা রঙ্গনাথ।
এই ছবির সাউন্ডট্রাক তৈরি করছেন অস্কার বিজয়ী এম এম কিরাভানি। নৃত্য পরিচালনায় রয়েছেন ভিমস সেচিরোলি। ছবির দৃশ্য গ্রহণের দায়িত্বে রয়েছেন কে নায়ডু।
২০২৩ সালের জন্মদিনে আনুষ্ঠানিকভাবে এই ছবি তৈরির কথা ঘোষণা করা হয়েছিল। চিরঞ্জীবীর দাবি, সম্পূর্ণ মৌলিক গল্প নিয়ে তিনি এই ছবিটি তৈরি করছেন।