গত এক বছর ধরে বদলের হাওয়া বইছে টিম ইন্ডিয়ায়। সেই হাওয়া এবার নির্বাচক কমিটিতেও। এশিয়া কাপের দল ঘোষণার পরই অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির দুই সদস্যকে বদলাতে চলেছে বিসিসিআই। শুক্রবার জানা গেল এমনটাই। এদিন পুরুষদের জাতীয় নির্বাচন কমিটিতে দুটি শূন্যপদ এবং মহিলাদের প্যানেলে চারটি পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বোর্ডের তরফে।
যদিও যোগ্যতার মানদণ্ড অপরিবর্তিত রয়েছে। আবেদনকারীদের কমপক্ষে ৭ টি টেস্ট অথবা ৩০ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে। অন্যদিকে কমপক্ষে ১০ টি ওডিআই অথবা ২০ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরও বিবেচনা করা হবে বলে জানা যাচ্ছে। বিসিসিআইয়ের জনৈক কর্তা এদিন এক সাক্ষাৎকারে বলেন, “নির্বাচকদের চুক্তি বার্ষিক নবীকরন করা হয়। কোন কোন নির্বাচককে পরিবর্তিত করা হবে তা এখনও আমরা চিহ্নিত করিনি, তবে শীঘ্রই সেই প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।”
সম্প্রতিই এশিয়া কাপের জন্য ১৫ জনের ভারতীয় দল নির্বাচন করেছেন। অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। এই কমিটিতে রয়েছেন শিবসুন্দর দাস, সুব্রত ব্যানার্জি, অজয় রাত্রা এবং এস শরথ। এঁদের মধ্যে থেকেই দুজনকে ছাঁটাই করা হতে চলেছে। অন্যদিকে বোর্ড পুরুষদের জুনিয়র (অনূর্ধ্ব ২২ পর্যন্ত) ক্রিকেট নির্বাচন কমিটিতেও একজন সদস্যের পদ পূরণের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। শোনা যাচ্ছে, এটি সম্ভবত প্রধান নির্বাচকের পদ হতে পারে।
পাশাপাশি মহিলা ক্রিকেটের নির্বাচক কমিটিতেও ৪ টি পদের জন্য আবেদনপত্র আহ্বান করেছে বিসিসিআই। মহিলা ক্রিকেটের বর্তমান নির্বাচক প্যানেলের চেয়ারপার্সন নীতু ডেভিড। তাঁর নেতৃত্বে রয়েছেন রেনু মার্গারেট, আরতি বৈদ্য, কল্পনা ভেঙ্কটাচার এবং শ্যামা দে শাহ। মঙ্গলবারই এই প্যানেল দেশের মাটিতে আসন্ন ওডিআই বিশ্বকাপের দল বেছে নিয়েছে।
জানা যাচ্ছে, সকল আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১০ সেপ্টেম্বর।