কলকাতা বিমানবন্দরে কাস্টমস কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত ৪ বছরের এক শিশু। অনাব জৈন নামের শিশুটিকে নিয়ে, তার পরিবারের সদস্যরা মালয়েশিয়ায় যাচ্ছিলেন ছুটি কাটাতে। আক্রান্ত শিশুটির পিঠে গভীর ক্ষত থাকায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। আতঙ্কিত পরিবারের সদস্যরা তাঁদের নির্ধারিত বিদেশ ভ্রমণ বাতিল করেছেন। এনএসসিবিআই বিমানবন্দর থানায় এফআইআরও দায়ের করেছেন।
পথকুকুরদের সরানো নিয়ে সুপ্রিম কোর্টের রায় ঘিরে দেশজুড়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। আর এমনই আবহে খাস কলকাতা বিমানবন্দরে এমন আতঙ্ক ধরানো ঘটনা। বিমানবন্দর ও এনএসসিবিআই থানা সূত্রে খবর, গত ১২ আগস্ট দুর্ঘটনাটি ঘটেছে। ন্যান্সি নামে বছর চারের এক মেয়ে আলসেশিয়ান কুকুরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল মাদক দ্রব্য শনাক্তকরণের জন্য। মালয়েশিয়ার উড়ান ধরতে বিমানবন্দরের 4A গেটের কাছে জৈন পরিবারের সদস্যরা পৌঁছলে কুকুরটি আচমকা বাচ্চাটিকে ধাওয়া করে তাকে ক্ষতবিক্ষত করে। অভিযোগ, কাস্টমস-ককুরটির ট্রেনারও ঘটনার পরপরই কুকুরটিকে নিয়ে উধাও হয়েছে।
আক্রান্ত শিশুর পিঠের গভীর ক্ষতের চিকিৎসা চলছে নিউটাউনের এক বেসরকারি হাসপাতালে। তাকে ২৮ দিনের মধ্যে ৫ ডোজ টিকা নিতে হচ্ছে। শিশুটির বাবা, রৌনক জৈন একজন ব্যবসায়ী। তাঁর অভিযোগ, সাহায্যের জন্য তাঁরা চিৎকার করলেও, কাস্টমস কুকুর ট্রেনার কুকুরটিকে নিয়ে পালিয়ে যায়। এফআইআরে রৌনক জৈন লিখেছেন, ”আমার সন্তান বিনা প্ররোচনায় ‘গুরুতর’ আঘাত পেয়েছে শুধুমাত্র অযোগ্য ট্রেনারের গাফিলতিতে”।
শুধু কাস্টমস বিভাগকেই নয়, গত ১৯ আগাস্টের এফআইআরে বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে তোপ দেগেছেন আক্রান্ত শিশুটির বাবা। লিখেছেন, বিমানবন্দর কর্তৃপক্ষের উদাসীনতা তাঁদের গোট পরিবারকে হতবাক করেছে। তাঁর অভিযোগ, বিমানবন্দরের ডাক্তারও আক্রান্ত শিশুটির তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজনকে শুরুতে গুরুত্ব দেননি। বরং কামড়ের তীব্রতার অবমূল্যায়ন করেছেন। পরে আক্রান্ত শিশুর অবস্থার অবনতি হতে থাকলে তখন পদক্ষেপ করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁদের সিসিটিভি-র ফুটেজ দেওয়ার অনুরোধও প্রত্যাখ্যান করেছেন বলে এফআইআর-এ উল্লেখ করেছেন আক্রান্ত শিশুর বাবা।
বিমানবন্দরের ভেতরে কুকুরের কামড়ের এফআইআর ঘিরে বিধাননগর পুলিশের বক্তব্য, তারা হ্যান্ডলারের বিরুদ্ধে বিএনএস ধারায় এফআইআর দায়ের করেছেন। এই মামলার সর্বোচ্চ শাস্তি ছয় মাসের জেল বা ৫০০ টাকা জরিমানা, অথবা উভয়ই হতে পারে। অন্যদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।