ভোটার তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের পুনরায় অন্তর্ভুক্তির জন্য আধার কার্ডকে বৈধ পরিচয়পত্র হিসেবে গ্রহণ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) কার্যক্রমের প্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে।
আদালত স্পষ্ট করেছে, নির্বাচন কমিশনকে (ECI) জনসাধারণের উদ্দেশে বিজ্ঞপ্তিতে উল্লেখ করতে হবে যে, অন্যান্য স্বীকৃত নথির পাশাপাশি আধার কার্ডও ভোটার পুনর্ভুক্তির দাবির ক্ষেত্রে পরিচয় প্রমাণ হিসেবে জমা দেওয়া যাবে।
শীর্ষ আদালত জানিয়েছে, ভোটারদের যাতে নাম তোলানোর জন্য রাজনৈতিক কর্মী বা বুথ লেভেল অফিসারদের উপর নির্ভরশীল হতে না হয়, সেই দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।
নির্বাচন কমিশনকে বাধ্যতামূলকভাবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করতে হবে যে আধারও গ্রহণযোগ্য পরিচয়পত্র, এই মর্মে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
আদালত বলেছে, কমিশনের উদ্দেশ্য হওয়া উচিত “বৃহৎ পরিসরে অন্তর্ভুক্তি, বাদ দেওয়া নয়।” সাধারণ নাগরিকের জন্য প্রক্রিয়াটি সহজ ও স্বচ্ছ করতে হবে।
