মস্কোতে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এর আগে তিনি রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বিস্তৃত আলোচনায় বসেন। আলোচনার মূল বিষয় ছিল দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা।
এই বৈঠক এমন সময়ে অনুষ্ঠিত হয়েছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্কনীতি নিয়ে ক্রমাগত হুংকার দিয়ে যাচ্ছেন এবং ভারতের ওপর চাপ তৈরি করছেন যেন ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে। আমেরিকার দাবি, রাশিয়ার তেল ক্রয় করে ভারত ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সরাসরি সাহায্য করছে।
তবে ভারত আরও একবার বুঝিয়ে দিল, ট্রাম্পের হাতের পুতুল হয়ে ভারত নাচবে না। কোন দেশের সঙ্গে ভারতের বাণিজ্যনীতি, বিদেশনীতি বা পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক কেমন হবে, তা সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতই ঠিক করবে।
দুই বিদেশমন্ত্রীর বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে জয়শঙ্কর বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ভারত-রাশিয়ার সম্পর্ক বিশ্বের সবচেয়ে স্থিতিশীল সম্পর্কগুলোর একটি। ভূ-রাজনৈতিক সমন্বয়, নেতৃত্ব পর্যায়ের যোগাযোগ এবং সাধারণ মানুষের পারস্পরিক বিশ্বাস এই সম্পর্কের প্রধান চালিকা শক্তি। ভারত-রাশিয়া সম্পর্ক আজও অটুট এবং দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।”
তিন দিনের রাশিয়া সফরে রয়েছেন জয়শঙ্কর। সফরের অংশ হিসেবে তিনি ভারত-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের ২৬তম অধিবেশনে (IRIGC-TEC) সহ-সভাপতিত্ব করেন এবং মস্কোয় অনুষ্ঠিত ভারত-রাশিয়া বিজনেস ফোরামেও বক্তব্য রেখেছেন।