পদপিষ্টকাণ্ডের জেরে মহিলাদের আসন্ন ওডিআই বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব হারাল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। গত জুন মাসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম আইপিএল জয়ের বিজয়োৎসবে ঘটে গিয়েছিল মর্মান্তিক ঘটনাটি। এই উৎসবকে কেন্দ্র করে চিন্নাস্বামী স্টেডিয়ামে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় তাতে প্রাণ হারান ১১ জন। এর জেরেই শুক্রবার সেপ্টেম্বরে আসন্ন প্রমীলা বিশ্বকাপের ম্যাচগুলি বেঙ্গালুরু থেকে সরিয়ে নিল আইসিসি।
বেঙ্গালুরুতেই মহিলাদের ওডিআই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত এবং শ্রীলঙ্কার। এছাড়া সেমি ফাইনাল এবং ফাইনাল (যদি পাকিস্তান না ওঠে) মিলিয়ে মোট ৫ টি ম্যাচ আয়োজন করার কথা ছিল এই মাঠের। পরিবর্তিত পরিস্থিতিতে উদ্বোধনী ম্যাচটি গুয়াহাটিতে এবং বাকি ৪ ম্যাচ (সেমিফাইনাল এবং ফাইনালসহ) নবী মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে বলে জানা যাচ্ছে।
আইসিসির চেয়ারম্যান জয় শাহ এ প্রসঙ্গে বলেন, “অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে আমাদের সময়সূচী এবং ভেন্যু পরিবর্তন করতে হয়েছে। তবে এখন পাঁচটি বিশ্বমানের ভেন্যু তৈরি করতে পেরে আমরা আনন্দিত। যেখানে নারীরা খেলতে নামবেন।” উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের মাধ্যমে শুরু হওয়ার কথা ছিল মহিলাদের ওডিআই বিশ্বকাপের। এই ম্যাচ একই দিনে একই সময়ে আয়োজিত হবে গুয়াহাটিতে।
এছাড়াও আগামী ২৬ অক্টোবর ভারত এবং বাংলাদেশের
মুখোমুখি হওয়ার কথা ছিল চিন্নাস্বামীতে। এরপর যথাক্রমে ৩০ অক্টোবর বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে এবং ২ নভেম্বর পাকিস্তান না উঠলে ফাইনাল আয়োজন করার কথা ছিল এই ভেন্যুর। কিন্তু আরসিবির বিজয়োৎসবে পদপিষ্টকাণ্ডে ঘেঁটে দিয়েছে সমস্ত পরিকল্পনা। এমনকি আগামী বছর এই মাঠে আইপিএল আয়োজন করা যাবে কি না দেখা দিয়েছে সেই প্রশ্নও।