কাজী গোলাম গউস সিদ্দিকী
এসপ্লানেড থেকে শিয়ালদহ, বিমানবন্দর থেকে নোয়াপাড়া এবং রুবি থেকে বেলেঘাটা, কলকাতা মেট্রোর তিনটি নতুন রুটের উদ্বোধন করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে, কলকাতা বিমানবন্দরের সঙ্গে হাওড়া এবং শিয়ালদহের, ধর্মতলা, এমনকী টালিগঞ্জ-গড়িয়া পর্যন্ত যাতায়াত সরাসরি হয়ে যাবে। শুধুমাত্র একবার ট্রেন বদল করতে হবে নোয়াপাড়া স্টেশনে।
এই উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী যশোর রোড স্টেশন থেকে বিমানবন্দরের জয়হিন্দ স্টেশন পর্যন্ত মেট্রো সফর করলেন। তার সফরসঙ্গী হয়েছে ছাত্র-ছাত্রীরা। পরে মোদি বলেন, ২০১৪ সালের আগে দেশে মোট ২৫০ কিলোমিটার মেট্রো রেল ছিল। আজ তা ১০০০ কিলোমিটার হয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম রেল স্টেশন রয়েছে ভারতে।
এই দিন উদ্বোধন হওয়া ঝাঁ চকচকে বিমানবন্দরের জয়হিন্দ মেট্রো স্টেশনের আয়তন ২২ হাজার বর্গ মিটার। এই স্টেশন কলকাতা মেট্রোর দুটি রুটের সংযোগস্থল হয়ে উঠবে। আপাতত নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোয় বিমানবন্দরে পৌঁছনো যাবে। ভবিষ্যতে তার সঙ্গে যুক্ত হবে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোও। বিমানবন্দর মেট্রো স্টেশনটি হচ্ছে তিনতলা। স্টেশনের উপরতলা হবে যাত্রীদের ভেতরে ঢোকা ও বেরনোর জন্য। দ্বিতীয় তলে টিকিট কাউন্টার আর তার নীচের তলে থাকবে প্ল্যাটফর্ম। এই স্টেশনে থাকছে সাতটি প্রবেশপথ, ২২টি এসক্যালেটর, ১২টি লিফট আর দুটি সাবওয়ে। এদিন প্রধানমন্ত্রী একই সঙ্গে কোনা এক্সপ্রেসওয়ে ৬ লেন করার প্রকল্পের শিলান্যাস করেন। রেল প্রতিমন্ত্রী রণবীর সিং বিট্টু ওই অনুষ্ঠানে জানান, কলকাতা মেট্রো রেলের সঙ্গে আরও ২২ কিলোমিটার পথ যুক্ত হবে। এই দুই প্রকল্পে খরচ ৫২০০ কোটি টাকা।
