মেট্রোর তিন রুটের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় এলেও সেই অনুষ্ঠানে নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রিত হয়ে তিনি থাকছেন কি না তা নিয়ে জল্পনা চলেছে বিস্তর। তবে অনেকেরই দাবি, আজ শহরজুড়ে মেট্রোর যে এই বিস্তার তার শুরুটা বপন হয়েছিল তাঁর হাত দিয়েই। তবে উদ্বোধনে না থাকলেও এই উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। এক্স-এ তাঁর নিজস্ব হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আজ একটু নস্টালজিক হতে চাই।
তিনি লিখেছেন, “ভারতের রেলমন্ত্রী হিসেবে আমি সৌভাগ্যবান ছিলাম কলকাতার মেট্রো রেলের জন্য একাধিক নতুন করিডর পরিকল্পনা ও অনুমোদনের কাজে। নকশা তৈরি করা, তহবিলের ব্যবস্থা করা, কাজ শুরু করা এবং শহরের বিভিন্ন প্রান্তকে (জোকা, গড়িয়া, এয়ারপোর্ট, সেক্টর V ইত্যাদি) একে অপরের সঙ্গে মেট্রোর জালে যুক্ত করার ব্যবস্থা করেছিলাম।”
এর পর তিনি আরও লিখেছেন, “পরে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে সেই প্রকল্পগুলির বাস্তবায়নের অংশীদার হতে পেরেছিলাম। রাজ্যের পক্ষ থেকে বিনামূল্যে জমি দেওয়া, সড়ক তৈরি করা, বাস্তুচ্যুতদের পুনর্বাসনের ব্যবস্থা করা, বাধা দূর করা এবং প্রকল্প বাস্তবায়নে সবরকম সাহায্য করেছি। আমাদের মুখ্যসচিবরা ধারাবাহিকভাবে সমন্বয় সভা করেছেন যাতে কার্যকরী সংস্থাগুলির মধ্যে সুসমন্বয় বজায় থাকে। রেলমন্ত্রী হিসেবে আমার পরিকল্পনা, মুখ্যমন্ত্রী হিসেবে তার বাস্তবায়নের মাধ্যমে পূর্ণতা পেয়েছে।”
শেষে তিনি লিখেছেন, “মেট্রো পরিকাঠামো সম্প্রসারণ আমার জীবনের এক দীর্ঘ যাত্রা। আজ তাই একটু স্মৃতিচারণ করতে চাইলাম।”