বলিউডের বিগ বাজেটের ছবি ওয়ার-২। হৃত্বিক রোশন ও জুনিয়র এন টি আর অভিনীত এই ছবি অবশ্য দক্ষিণের তামিলভাষী রাজ্যগুলিতে যে খুব একটা সফল ব্যবসা করেছে তা নয়। এই আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য যশরাজ ফিল্মস এই ছবির প্রডিউসার এবং ডিস্ট্রিবিউটর নাগা ভামসি এবং তাঁর মা-বাবাকে আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে বলে খবর।
অন্ধ্রের তেলুগু ভাষার এক প্রথম সারির সংবাদমাধ্যম জানিয়েছে, ওয়ার-২ ছবিটি তেলুগুভাষী রাজ্যগুলিতে প্রায় ৮০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। সেই ক্ষতি কিছুটা মেটাতে যশরাজ ফিল্ম, ভামসি ও তাঁর পরিবারকে ২২ কোটি টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ভামসির ধারণা ছিল, দক্ষিণের শুধুমাত্র তেলুগুভাষী রাজ্য থেকে তিনি ১০০ কোটি টাকার ব্যবসা করবেন। কিন্তু প্রথম দিন থেকেই এই ছবি নিয়ে তেমন সাড়া মেলেনি। সিনেমাপ্রেমীরা অনেকেই মুখ ফিরিয়েছেন এই ছবি থেকে। সে কারণেই ক্ষতির মুখে পড়েছেন ভামসি ও তাঁর পরিবার। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্তের কথা যশরাজ ফিল্মের তরফে জানানো হয়নি।
সূত্রের খবর বিপুল পরিমাণ ক্ষতির মুখোমুখি হয়ে ভামসি চলচ্চিত্র শিল্প থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
ওয়ার-২ ছবি তৈরি করতে প্রায় ৪০০ কোটি টাকা খরচ হয়েছে।বলিউডের ছবিগুলির মধ্যে যা সবচেয়ে বেশি বলেই মনে করা হচ্ছে। এই ছবিতে ঋত্বিক রোশন জুনিয়র এনটিআর, কিয়ারা আডবাণী, অনিল কাপুর আশুতোষ রানার মতো অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন।
জানা গিয়েছে, এই ছবিতে অভিনয়ের জন্য হৃত্বিক রোশনকে ৫০ কোটি টাকা দেওয়া হয়েছে। প্রথম ছবি হলেও জুনিয়ার এনটিআর পেয়েছেন ৭০ কোটি টাকা। যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক। কিয়ারাকে ১৫ কোটি এবং অনিল কাপুরকে ১০ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু বিপুল টাকা খরচের পরেও তেলুগুভাষী রাজ্যে এই ছবি আদৌ সাফল্যের মুখ দেখল না। যা এই ছবির প্রডিউসার এবং ডিস্ট্রিবিউটর নাগা ভামসিকে রীতিমতো বিপাকে ফেলেছে।