পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরের মন্তব্যকে হাতিয়ার করে ইসলামাবাদকে কড়া ভাষায় আক্রমণ করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, পাক সেনাপ্রধান নিজেই মেনে নিয়েছেন, ভারত এখন রাজকীয় ফেরারি গাড়ির মতো উন্নয়নের সড়কে ছুটছে। অন্যদিকে পাকিস্তান এখনও নুড়ি বোঝাই ট্রাকের মতো কোনও রকমে নিজেদের টেনে হিঁচড়ে নিয়ে চলেছে। রাজনাথ আরও বলেন, দুটি দেশ একইসঙ্গে স্বাধীন হয়েছিল। কিন্তু একটি দেশ তার পরিশ্রম, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার মাধ্যমে ফেরারি গাড়ির মতো অর্থনীতি তৈরি করেছে। তারা বিশ্বের উন্নত দেশগুলির সঙ্গে সবদিক থেকে পাল্লা দিচ্ছে। অন্যদিকে পাকিস্তান আজও মালবাহী গাড়ির মতোই রয়ে গিয়েছে। আসলে এটা ওদের নিজেদের ব্যর্থতা। তবে মুনির সেই ব্যর্থতা স্বীকার করে নেওয়ায় তাঁকে ধন্যবাদ জানাতে হয়।
উল্লেখ্য, কয়েকদিন আগে আমেরিকার ফ্লোরিডায় এক অনুষ্ঠানে মুনির বলেছিলেন, ভারত ফেরারি গাড়ির মতো খোলা হাইওয়েতে ছুটে চলেছে। কিন্তু পাকিস্তান হল নুড়ি বোঝাই ট্রাক। এই দুই গাড়ির যদি মুখোমুখি সংঘর্ষ হয় তবে কী হবে সেটা সবাই জানে। এ প্রসঙ্গেই রাজনাথ বলেন, মুনিরের কথা কখনই উড়িয়ে দেওয়ার মতো নয়। কারণ এটা তাঁর স্বীকারোক্তি। তিনি মেনে নিয়েছেন, পাকিস্তান আজও কতটা দুর্বল। আজও তারা কতটা পিছিয়ে আছে। একই সঙ্গে স্বাধীন হয়ে একটি দেশ যখন উন্নত দেশগুলির সঙ্গে পাল্লা দিচ্ছে, অন্য দেশটি তখন ব্যর্থতার অন্ধকারে ডুবে রয়েছে। এটা তাদের কৃতকর্মের ফল। সেটাই মেনে নিয়েছেন মুনির।
ফ্লোরিডার ওই অনুষ্ঠানে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছিলেন মুনির। সে প্রসঙ্গে রাজনাথ বলেন, ভারত অপারেশন সিঁদুরে পাকিস্তানকে দেখিয়ে দিয়েছে। ভারতের সম্পর্কে পাকিস্তানের মনে যাতে কোনও ভ্রান্ত ধারণা না থাকে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী ও অত্যাধুনিক, তেজস সেটা বুঝিয়ে দিয়েছে বলে রাজনাথের দাবি। প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, ভারত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ও তার ইঞ্জিন গড়ার কাজ শুরু করে দিয়েছে। আর অন্য একটা দেশ আজও মান্ধাতার আমলের ট্রাক তৈরি করেই সন্তুষ্ট রয়েছে।
