আবারও খবরের শিরোনামে বলিউড অভিনেতা গোবিন্দ এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজা। সম্প্রতি নিজের ইউটিউব ভ্লগে সুনীতা ডিভোর্সের প্রসঙ্গ তুলেছিলেন। তিনি আরও জানান, কেউ তাঁর বাড়িতে প্রবেশের চেষ্টা করছে। এদিকে, ইন্টারনেটে তাঁদের ডিভোর্স মামলার নতুন কিছু তথ্য ছড়িয়ে পড়েছে।
হাউটারফ্লাই-এর হাতে আসা নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ ডিসেম্বর সুনীতা আহুজা বান্দ্রা ফ্যামিলি কোর্টে ডিভোর্সের মামলা দায়ের করেন। এরপর আদালত গোবিন্দকে তলব করে, কিন্তু তিনি হাজির হননি। ২০২৫ সালের মে মাসে ‘শো-কজ নোটিশ’ পাঠানোর পর তিনি প্রথম সাড়া দেন। জুন ২০২৫ থেকে আদালতের নির্দেশে দম্পতিকে কাউন্সেলিং সেশনে পাঠানো হয়। সুনীতা নিয়মিত হাজিরা দিচ্ছেন, তবে গোবিন্দ সরাসরি উপস্থিত হচ্ছেন কিনা নাকি ভার্চুয়ালি যোগ দিচ্ছেন, তা স্পষ্ট নয়।
এনিয়ে যখন এনডিটিভি গোবিন্দর আইনজীবী ললিত বিংদ্রা-র সঙ্গে যোগাযোগ করে, তিনি বলেন,”কোনও কেস নেই, সব মিটমাট হয়ে যাচ্ছে। মানুষ শুধু পুরনো কথা টেনে আনছে।” অন্যদিকে সূত্রের দাবি,“আসন্ন গণেশ চতুর্থীতে সবাইকে একসঙ্গে দেখা যাবে, তখন বাড়িতে আসবেন।”
গোবিন্দ-সুনীতার ডিভোর্সের গুঞ্জন অনেকদিন ধরেই চলছে। সুনীতা আগেই জানিয়েছিলেন, তিনি গত ১২ বছর ধরে নিজের জন্মদিন একা পালন করছেন। এছাড়া, কাজের ব্যস্ততা আর গোবিন্দর “বেশি কথা বলার স্বভাবের” কারণে তাঁরা আলাদা থাকেন। এই মন্তব্যে জল্পনা আরও বাড়ে।
৩৮ বছরের দাম্পত্য ভাঙার খবর ইন্টারনেটে বড় ধাক্কা দেয়। প্রথমে সুনীতার টিম, ডিভোর্সের খবর অস্বীকার করে। তবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে গোবিন্দর টিম নিশ্চিত করে, যে সুনীতা ছয় মাস আগেই মামলা দায়ের করেছিলেন। পরে তাঁদের তরফ থেকে জানানো হয়, সমস্যা মিটে গেছে, আর ডিভোর্সের প্রশ্ন নেই।
সুনীতা তখনও মিডিয়াকে অনুরোধ করেন, অযাচিত খবর না ছড়াতে। তিনি বলেন, যদি তাঁদের বিবাহ নিয়ে কোনও পরিবর্তন হয়, তা তিনি বা গোবিন্দা স্বয়ং জানাবেন। এদিকে, অভিনেতা গোবিন্দকে ঘিরে আরও একটি গুঞ্জন ছড়ায়, এক তরুণী মারাঠি অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে