যুক্তরাষ্ট্রে নতুন কাস্টমস নিয়ম কার্যকর হওয়ার জেরে আগামী ২৫ অগাস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সিংহভাগ ডাক পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ডাক বিভাগ।
ডাক বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৯ অগাস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রগামী সব আন্তর্জাতিক ডাক সামগ্রী, মূল্য যাই হোক না কেন, কাস্টমস শুল্কের আওতায় পড়বে। তবে ১০০ মার্কিন ডলার পর্যন্ত মূল্যের চিঠিপত্র ও উপহারসামগ্রী এই শুল্কের আওতার বাইরে থাকবে।
মার্কিন প্রশাসন গত ৩০ জুলাই নির্বাহী আদেশ নং ১৪৩২৪ জারি করে জানায়, ৮০০ মার্কিন ডলার পর্যন্ত মূল্যের পণ্যে যে ডিউটি-ফ্রি ছাড় ছিল, তা প্রত্যাহার করা হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের ওপর ২৫% আমদানি শুল্ক এবং রাশিয়া থেকে তেল কেনার কারণে অতিরিক্ত ২৫% জরিমানা শুল্ক আরোপ করেছেন। ফলে মোট শুল্কভার দাঁড়িয়েছে ৫০ শতাংশে।
নতুন নিয়ম অনুযায়ী, শুল্ক সংগ্রহ ও জমা দেওয়ার দায়িত্ব, পণ্য পরিবহনকারী বিমান সংস্থা বা মার্কিন কাস্টমস কর্তৃপক্ষ অনুমোদিত “স্বীকৃত সংস্থা”-দের ওপর বর্তাবে। কিন্তু এই প্রক্রিয়ার বেশ কিছু বিষয় এখনও স্পষ্ট নয়। ফলে ভারতের মার্কিনমুখী এয়ার ক্যারিয়াররা জানিয়েছে, ২৫ অগাস্টের পর তারা কোনও ডাক সামগ্রী নিতে পারবে না।
ডাক বিভাগ জানিয়েছে –
•২৫ আগস্ট, ২০২৫ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রগামী সব ধরনের ডাক সামগ্রীর বুকিং বন্ধ থাকবে।
•তবে চিঠি/ডকুমেন্টস এবং ১০০ মার্কিন ডলার পর্যন্ত মূল্যের উপহারসামগ্রী পাঠানো যাবে।
•ইতিমধ্যেই বুক করা অপ্রেরণযোগ্য ডাক সামগ্রীর জন্য গ্রাহকরা ডাক মাশুল ফেরত পাবেন।
ডাক বিভাগ বলেছে, তারা পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছে এবং সমস্ত স্টেকহোল্ডারের সঙ্গে সমন্বয় করে যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।