জাতীয় দলের তারকাদের ঘরোয়া ক্রিকেটে খেলতেই হবে। গত বছর এমন ফতোয়াই জারি করেছিল বিসিসিআই। এমনকী টেস্ট দলের অধিনায়ক শুভমান গিলও ছাড় পাচ্ছেন না এই বিষয়ে। আগামী ২৮ অগাস্ট থেকে শুরু হতে চলা দলীপ ট্রফিতে তাঁকে উত্তরাঞ্চলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল। তবে এ বার জানা যাচ্ছে, দলীপ ট্রফিতে অংশ নিচ্ছেন না ভারত অধিনায়ক।
বেঙ্গালুরুতে দলীপ ট্রফির উদ্বোধনী ম্যাচে অসুস্থতার কারণে খেলতে পারবেন না গিল। এমনিতেই আসন্ন প্রতিযোগিতায় মাত্র একটিমাত্র ম্যাচই খেলতে পারতেন তিনি। কারণ, ২৮ অগাস্ট থেকে শুরু হয়ে দলীপ ট্রফি চলবে ১৫ সেপ্টেম্বর অবধি। এ দিকে এশিয়া কাপ শুরু হচ্ছে সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে। তাই দলীপ ট্রফিতে উদ্বোধনী ম্যাচটি খেলেই দেশের হয়ে গিলকে উড়ে যেতে হত আরব দেশে।
কিন্তু অসুস্থতার কারণে এ বার উদ্বোধনী ম্যাচটিও খেলা হচ্ছে না শুভমান গিলের। উল্লেখ্য, বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স মাঠে পূর্বাঞ্চলের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার কথা উত্তরাঞ্চলের। এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে সেই ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল গিলের। এর পর দলের পরের রাউন্ডে পৌঁছলেও জাতীয় স্বার্থে খেলা হত না তাঁর। তবে এখন এই ম্যাচ খেলতে না পারার কারণে প্রতিযোগিতায় অংশই নেওয়া হবে না গিলের।
সদ্যসমাপ্ত ইংল্যান্ড সফরে ব্যাট হাতে দুরন্ত ছিলেন শুভমান গিল। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পাঁচটি টেস্টে তাঁর সংগ্রহ মোট ৭৫৪ রান। আসন্ন এশিয়া কাপে তাঁকে টিম ইন্ডিয়ার সহ অধিনায়কও ঘোষণা করা হয়েছে। গিল খেলতে না পারায় দলীপ ট্রফিতে উত্তরাঞ্চলকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক অঙ্কিত কুমার। অন্যদিকে ব্যাটার গিলের বিকল্প হিসেবে শুভম রোহিলার নাম ঘোষণা করেছেন উত্তরাঞ্চলের নির্বাচক মণ্ডলী।