পূর্ব দিল্লির গাজিপুর থানার রাজবীর কলোনি এলাকায় ২০ টাকার মোমোর দাম চাইতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হলেন এক মোমো বিক্রেতা।
পুলিশ সূত্রে জানা গেছে, আক্রান্তের নাম তুল বাহাদুর (২৮)। তিনি খোদা কলোনির বাসিন্দা এবং মূলত নেপালের অধিবাসী।
ঘটনাটি ঘটে যখন তুল বাহাদুর তিন নাবালক ক্রেতার কাছে মোমোর ২০ টাকা দাবি করেন। তারা টাকা দিতে অস্বীকার করে এবং বচসা শুরু হয়। এরপরই তিনজন মিলে তুল বাহাদুরের বুকে ছুরি মারে।
স্থানীয়রা তাঁকে দ্রুত লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকরা তাঁকে গুরুতর অবস্থায় ট্রমা সেন্টারে রেফার করেন। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
গাজিপুর থানার পুলিশ ইতিমধ্যেই তিন নাবালককে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ঘটনার তদন্ত চলছে।
