দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে এখনই রেহাই মিলছে না বাংলার। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহ মেঘে ঢাকা থাকবে আকাশ। একটানা প্রবল বৃষ্টির সম্ভাবনা।
সৌজন্যে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে উদ্ভূত নতুন একটি নিম্নচাপ।
একটি নিম্নচাপ সরতে না সরতেই, আগামী সপ্তাহের শুরুতেই আরও একটি নিম্নচাপের পূর্বাভাস দিল হাওয়া অফিস।
শনিবার আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উদ্ভুত নিম্নচাপের জেরে আগামী সোমবার থেকেই ফের বাংলার জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্যেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে ২৫ অগাস্ট অর্থাৎ সোমবার উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে সৃষ্ট এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেক্ষেত্রে সোমবার থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি উত্তর-পশ্চিমে ঝাড়খণ্ড অভিমুখে এগোতে পারে। সেক্ষেত্রে আগের তুলনায় দুর্বল হবে এই ঘূর্ণাবর্ত। তাছাড়া মৌসুমি অক্ষরেখা এখন সুরতগড়, রোহতক, ফতেহগড়, গয়া, দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
তাই ঘূর্ণাবর্ত দুর্বল হলেও, পুজোর আগে বাংলায় নতুন নিম্নচাপের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়াই বজায় থাকবে। নতুন নিম্নচাপের প্রভাব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন এলাকায় বাড়বে বৃষ্টি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শনি ও রবিবার ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায়। মঙ্গলবারও বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে।
রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, কোচবিহার,জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে। মঙ্গলবার থেকে উত্তরে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।