কলকাতা লিগ ফুটবলে ফের জয়ে ফিরল মোহনবাগান সুপার জায়েন্ট। আইএফএ-র সিএফএল প্রিমিয়ারে রবিবার ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাব ৫-২ গোলে হারিয়েছে বেহালা এসএসকে। নৈহাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হ্যাটট্রিক করেছেন শিবম মুন্ড। সবুজ মেরুণ দলের বাকি দুই গোলদাতা আদিত্য অধিকারী এবং করণ রাই। অন্যদিকে বেহালার হয়ে ব্যবধান কমিয়েছেন রোমিন গোলদার এবং তুহিন।
ডুরান্ড ফুটবলের ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে ১-২ গোল হারার ধাক্কা কাটিয়ে ফের সিএফএল এর অভিযান শুরু করেছে মোহনবাগান। গত বুধবার নৈহাটি স্টেডিয়ামে সুরুচি সঙঘের বিরুদ্ধে কিন্তু জিততে পারেনি সবুজ-মেরুণ ব্রিগেড। বরং ০-১ গোলে পিছিয়ে থেকে শেষমেষ ১-১ গোলে খেলা শেষ করেছিল। রবিবার কিন্তু বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছেন সুপার জায়েন্টের ফুটবলাররা। হ্যাটট্রিক সহ ৫ গোল স্বস্তি দিয়েছে ক্লাবের সদস্য-সমর্থকদের।
রবিবারের বেহালা এস এস এর বিরুদ্ধে প্রথমার্ধেই দুটি গোল করেছেন শিবম মুন্ডা। তাঁর জোড়া গোলের দৌলতে মোহনবাগান বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে কিন্তু ঘুরে দাঁড়ায় বেহালা। প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে থেকে ম্যাচের ফল ২-২ করে দেন বেহালার রোমিন এবং তুহিন। চাপে পড়ে যাওয়া বাগান শিবিরে স্বস্তি ফেরান শিবম। ম্যাচের ৫৪ মিনিটে ফের গোল করে জয়ের রাস্তা খুলে দেন। পরে আদিত্য এবং করণের গোল ব্যবধান বাড়িয়ে ৫-২ করেছে।
কলকাতার লিগ ফুটবল দলের তরুণ ব্রিগেডের বড় ব্যবধানে জয়কে প্রশংসায় ভরিয়েছে ক্লাবকর্তৃপক্ষ। ক্লাবের এক্স হ্যান্ডেলের পোস্টে লেখা ছিল A five-star performance from the young guns…। হ্যাটট্রিককারী শিবম মুণ্ডাকে নিয়েও ছিল স্তুতি।