ক্রিকেটে এবার নতুন ভূমিকায় ধরা দেবেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ক্রিকেট প্রশাসনে ফের ফিরতে চলা বাংলার মহারাজের ঘাড়ে চাপল নতুন দায়িত্ব। দক্ষিণ আফ্রিকার SA20 লিগের দল ‘প্রিটোরিয়া ক্যাপিটালস’-এর হেড কোচ হিসেবে ঘোষিত হয়েছে তাঁর নাম। রবিবার তাদের ইনস্ট্রাগ্রাম পোস্টে এটি ঘোষণা করেছে প্রিটোরিয়া ক্যাপিটালস।
“ক্যাপিটালস শিবিরে রাজকীয় ভাব আনতে প্রস্তুত! সৌরভ গাঙ্গুলিকে আমাদের নতুন প্রধান কোচ হিসেবে ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত,” প্রিন্স অব ক্যালকাটা হিসেবে খ্যাত সৌরভকে ঘিরে এমনই ইনস্টাগ্রাম পোস্ট করেছিল প্রিটোরিয়া ক্যাপিটালস।
SA20 লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসে এত দিন কোচিংয়ের দায়িত্বে ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার জোনাথন ট্রট। কিন্তু তাঁর কোচিংয়ে মোটেই আশানুরূপ সাফল্য পায়নি প্রিটোরিয়া ক্যাপিটালস। ফলে ট্রটকে বদলে ফেলে হেড কোচের গুরুদায়িত্বে আনা হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভকে। চলতি বছরের ২৬ ডিসেম্বর থেকে তাঁকেই হেড কোচের ভূমিকায় SA20 লিগের দলে দেখা যাবে।
ইংল্যান্ডের জোনাথন ট্রটের কোচিংয়ে ১০ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জয় পেয়েছিল প্রিটোরিয়া ক্যাপিটালস। ছয় দলের টি-টোয়েন্টি লিগ টেবিলে পঞ্চম স্থানে ছিল। তাই তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে টিম ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়েও পোস্ট করেছে প্রিটোরিয়া ক্যাপিটালস। পোস্টে লেখা হয়, ‘আপনার নেতৃত্ব এবং দলের উন্নতির জন্য নিজেকে উজাড় করে দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। আপনার পরবর্তী অভিযানের জন্য শুভকামনা’।
আগে কোচের দায়িত্বভার না সামলালেও, টি-২০ ফরম্যাটে অনেক ফ্র্যাঞ্চাইজ়ির মেন্টর বা ডিরেক্টর হিসেবে দায়িত্বভার সামলেছেন সৌরভ। ২০১৮-২০১৯ এবং ২০২৩-২০২৪ আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালসের টিম ডিরেক্টর ছিলেন তিনি। তবে ২০১৮-১৯ সালে বিসিসিআই সভাপতি হওয়ার পর তিনি পদটি ছেড়ে দেন। এই মুহূর্তে JSW স্পোর্টস গ্রুপের ডিরেক্টর এবং WPL-এ দিল্লি ক্যাপিটালসের মহিলা দলের সঙ্গে যুক্ত সৌরভ। তবে হেড কোচের পদে এই প্রথম দেখা যাবে তাঁকে।