মাঠে ময়দানে সিনেমার নায়কদের মাঝে মধ্যে ফ্যান ও ফলোয়ারের নানা উৎপাতই সহ্য করতে হয়। সেলুলয়েডের কেউ না হলেও রবিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে ঘটে গেল এক নাটকীয় ঘটনা। বিহারের পূর্ণিয়ায় রাহুল গান্ধী ও আরজেডি নেতা তেজস্বী যাদবের ‘ভোটার অধিকার যাত্রা’-র বাইক মিছিল চলছিল। হঠাৎই এক অতি উৎসাহী সমর্থক ভিড়ের মধ্যে থেকে এগিয়ে গিয়ে রাহুল গান্ধীর গালে চুমু খেয়ে বসেন।
তবে সেই ভালবাসার রেশ দীর্ঘস্থায়ী হতে পারেনি। ঘটনাস্থলেই নিরাপত্তাকর্মীরা দ্রুত লাল জামা পরা চুমু খাওয়া ওই ব্যক্তিকে চড় মেরে রাহুলের কাছ থেকে সরিয়ে দেন। এই ঘটনার একটি ভিডিয়ো ক্লিপ (সত্যতা যাচাই করেনি জাজবাত ২৪ বাংলা) ইতিমধ্যেই ভাইরাল।
রাহুল গান্ধীর অভিযোগ, বিজেপি আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে ভোট কারচুপির চেষ্টা করছে। সার বা বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির মাধ্যমে তাকে সাহায্য করছে নির্বাচন কমিশন। এরই বিরুদ্ধে ভোটার অধিকার যাত্রা শুরু করেছেন রাহুল। হিসেব মতো ১৭ আগস্ট সাসারাম থেকে শুরু হওয়া ভোটার অধিকার যাত্রা ১৬ দিনে বিহারের ২০টিরও বেশি জেলা পেরোবে। ১ সেপ্টেম্বর পাটনায় এক বিশাল সমাবেশের মাধ্যমে এই পদযাত্রা শেষ হওয়ার কথা।
তার মধ্যেই রবিবার বিহারের পূর্ণিয়া জেলায় ছিল এক বাইক মিছিল। এই মিছিল ঘিরে উন্মাদনা যে কোন পর্যায়ে পৌঁছেছে তা টের পাওয়া গেল রাহুল গান্ধীর তৈরি হওয়া ফ্যানের এমন কাণ্ডে।