সরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের স্পনসরার ড্রিম-১১। পরিবর্তে ভারতীয় ক্রিকেট দলের স্পনসরশিপ নেওয়ার জন্য এগিয়ে এসেছে নতুন তিনটি সংস্থা। এমনটাই খবর সূত্রের। আগামী মাসে দুবাইয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ। ওই টুর্নামেন্টের আগেই ড্রিম ইলেভেন ভারতীয় ক্রিকেটের স্পনসরশিপ ছেড়ে দিচ্ছে।
সংসদের সদ্য শেষ হওয়া বাদল অধিবেশনে অনলাইন গেমে নিয়ন্ত্রণ করতে একটি বিল পাশ করেছে মোদি সরকার। তারপরেই ড্রিম ইলেভেন সংস্থা সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ ড্রিম ইলেভেন মূলত একটি অনলাইন গেমিং সংস্থা।
তবে ড্রিম ইলেভেন সরে গেল ভারতীয় ক্রিকেট টিমের স্পনসরারের কোনও অভাব হচ্ছে না।
জানা গিয়েছে, ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট টিমকে স্পনসর করার জন্য এগিয়ে এসেছে রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড, টয়োটা মোটর কর্পোরেশন এবং ফিনটেক্সের মতো তিনটি বড় মাপের সংস্থা। তবে বোর্ডের তরফে সরকারিভাবে নতুন স্পনসরার নিয়োগ করার প্রক্রিয়া এখনও শুরু হয়নি।
শোনা যাচ্ছে, ড্রিম ইলেভেনের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের যে পরিমাণ টাকার চুক্তি ছিল নতুন স্পনসর নিয়োগের ক্ষেত্রে সেই টাকার অঙ্ক আরও অনেকটাই বাড়াতে চাইছে বিসিসিআই।
এই প্রসঙ্গে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শইকিয়া জানিয়েছেন, দেশের আইন মেনেই সবকিছু হবে। কেন্দ্রীয় সরকারের আইন মেনেই চলবে বোর্ড। ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ। তার আগে যদি ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসরার চূড়ান্ত না হয় তবে এশিয়া কাপে স্পনসরশিপ ছাড়াই মাঠে নামবে ক্রিকেট দল। ইতিমধ্যেই এশিয়া কাপের জন্য ভারতীয় দলের জার্সি তৈরি হয়ে গিয়েছে। ওই জার্সিতে ড্রিম ইলেভেন প্রিন্ট করা আছে। তাই ওই জার্সি পড়ে আর মাঠে নামবে না ভারতীয় ক্রিকেট তারকারা।
উল্লেখ্য বিসিসিআইয়ের সঙ্গে ড্রিম ইলেভেন ২০২৩ থেকে যুক্ত আছে। ভারতীয় বোর্ডের সঙ্গে ড্রিম ইলেভেনের প্রায় ৩৫৮ কোটি টাকার চুক্তি হয়েছিল।