বাড়ির দোতলায় উঠে এক ছাত্রীকে গুলি করে খুন করল যুবক৷ কৃষ্ণনগরে দিনেদুপুরে শুটআউট৷ দ্বাদশ শ্রেণির ছাত্রীকে গুলি করে খুন করল এক যুবক৷ বাড়ির দোতলায় উঠে ওই ছাত্রীকে খুন করা হয় বলে খবর৷ দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর মাথায় গুলি করা হয় বলে অভিযোগ৷ সোমবার দুপুরে কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকার এই ঘটনা ৷ নিহত ওই ছাত্রীর নাম ঈশিতা মল্লিক। মায়ের সামনে মেয়েকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ।
মৃত কিশোরীর দাদু জানিয়েছেন, ওই যুবকের বাড়ি উত্তর চব্বিশ পরগণার কাঁচরাপাড়ায়৷
মৃত ছাত্রীর সঙ্গে যুবকের পূর্ব পরিচয় বা সম্পর্ক ছিল কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ৷ আততায়ী যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
স্থানীয় সূত্রে খবর, ওই ছাত্রী কৃষ্ণনগরে আসার আগে কাঁচরাপাড়াতেই থাকত৷ ফলে ওই যুবক ছাত্রীর পূর্ব পরিচিত বলেই সন্দেহ পুলিশের৷ সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ আততায়ী যুবককে ধরতে আশেপাশের থানাগুলিকেও সতর্ক করেছে পুলিশ৷ শুরু হয়েছে নাকা তল্লাশি।