বলিউড অভিনেত্রী কাজল আবার ফিরছেন আরও কঠিন ও তেজস্বী চরিত্রে। জনপ্রিয় সিরিজ দ্য ট্রায়াল: পেয়ার কানুন ঔর ধোঁকা-র দ্বিতীয় সিজনে তাঁকে দেখা যাবে আইনজীবী নয়নিকা সেনগুপ্তর ভূমিকায়, যেখানে মায়ের মতো সন্তানদের রক্ষায় তিনি যাবতীয় লড়াই করতে প্রস্তুত।
প্রথম সিজনে স্বামী রাজীব সেনগুপ্তর যৌন কেলেঙ্কারি ঘিরে তৈরি হয়েছিল বড়সড় ঝড়। রাজীবের ভূমিকায় অভিনয় করেছিলেন যীশু সেনগুপ্ত। এবার দ্বিতীয় সিজনের ট্রেলারে দেখা গেল সেই সম্পর্কের ফাটল আরও গভীর হয়েছে। এক আবেগঘন দৃশ্যে নয়নিকা ঘোষণা করেন, তিনি বিবাহ বিচ্ছেদ চান।
কিন্তু রাজীবের রয়েছে উচ্চ রাজনৈতিক আকাঙ্ক্ষা। নয়নিকাকে ছেড়ে দিলে তাঁর রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি আশঙ্কা করেন। এদিকে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শিবির রাজীবের পরিবারকে আঘাত করার ষড়যন্ত্র শুরু করে। সেই আক্রমণের ফলেই এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের সন্তান। এখানেই মায়ের মতো নয়ােনিকার লড়াই শুরু। সন্তানদের রক্ষা করার পাশাপাশি এক আইনজীবী হিসেবেও তাঁকে নিতে হয় কঠিন সিদ্ধান্ত। “মা” ছবির মতো এখানেও কাজলের চরিত্র প্রমাণ করে দেয়, সন্তানের সুরক্ষার জন্য তিনি যেকোনও পর্যায়ে যেতে পারেন। একইসঙ্গে তাঁকে সিদ্ধান্ত নিতে হয়, স্বামীর ভুল কি তিনি ক্ষমা করতে পারবেন?
ড্রামা, বিশ্বাসঘাতকতা, ক্ষমতার লড়াই আর ব্যক্তিগত টানাপোড়েন, সব মিলিয়ে দ্বিতীয় সিজন আরও উত্তেজক হতে চলেছে। নয়নিকার ন্যায়ের লড়াই এই সিজনে আরও গভীরভাবে তুলে ধরা হবে।
“দ্য ট্রায়াল: পেয়ার কানুন ঔর ধোঁকা” মূলত মার্কিন সিরিজ “দ্য গুড ওয়াইফ”-এর হিন্দি ভার্সন। কাজল ও যীশু সেনগুপ্ত ছাড়াও অভিনয়ে রয়েছেন আলি খান, শিবা চাড্ডা, কুব্রা সাইট ও শ্রুতি বিশ্বাস প্রমুখ। পরিচালনায় উমেশ বিস্ত। সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তি পাবে আগামী ১৯ সেপ্টেম্বর জিও হটস্টারে।