প্রথম সন্তানের অপেক্ষায় অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাজনীতিবিদ রাঘব চাড্ডা। ২৫ আগস্ট তাঁরা সোশ্যাল মিডিয়ায় একটি যৌথ পোস্টের মাধ্যমে এই সুখবর ভাগ করে নেন। পোস্টের সঙ্গে তাঁরা একটি সুন্দর ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে দু’জনকে হাত ধরে হাঁটতে দেখা যাচ্ছে। ক্যাপশনে লেখা ছিল, “আমাদের ছোট্ট পৃথিবী আসছে, অপরিমেয় আশীর্বাদপুষ্ট”।
এর আগে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে দু’জনই মজা করে বলেছিলেন, শিগগিরই তাঁরা একটি ‘সুখবর’ জানাবেন। সেই রসিকতার কয়েক সপ্তাহের মধ্যেই এল সুখবরের আনুষ্ঠানিক ঘোষণা। খবর জানাজানি হতেই বলিউডের অনেক তারকা শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সোনম কাপুর, ভূমি পেডনেকর, হুমা কুরেশি, নেহা ধুপিয়া সহ আরও অনেকে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর উদয়পুরে বেশ ঘটা করেই বিয়ে হয়েছিল পরিণীতি ও রাঘবের। সেই অনুষ্ঠানে পরিবারের সদস্যদের পাশাপাশি চলচ্চিত্র ও রাজনীতির বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
এ মাসের ৯ আগস্ট, যখন পরিণীতি ও রাঘব নেটফ্লিক্সে কপিল শর্মার কমেডি শো-তে হাজির হন, তখন তাঁদের সন্তান প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেসময় দু’জনেই মুচকি হেসে মজা করে বলেছিলেন, খুব শিগগিরই এই খবর আসবে।
এখন সত্যিই সেই সুখবর এসেছে। ভক্তরাও আনন্দিত, কারণ তাঁরা দীর্ঘদিন ধরে পরিণীতির সিনেমা থেকে শুরু করে জনজীবনের পথচলা পর্যন্ত সবকিছুর সাক্ষী। সিনেমা ও রাজনীতির দায়িত্ব সামলে এবার দম্পতি জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ইতিমধ্যেই ভালোবাসা ও শুভকামনার বন্যা বইছে।