ফের গ্রেফতার এমএলএ জীবন কৃষ্ণ সাহা। এবার ইডির হাতে গ্রেফতার জীবন। কলকাতার দিকে রওনা হয়েছেন ইডির আধিকারিকরা জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে।
সোমবার সকালে ইডিকে দেখেই মোবাইল ছুড়লেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। ইডিকে দেখে কার্যত পালানোর চেষ্টা করেন তিনি। তবে এবার আর পুকুরে নয়, বাড়ির পাশের ঝোপে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন মোবাইল। পাশেই ছিল নর্দমা। কিন্তু ইডি আধিকারিকরা সেই উদ্ধার করেছেন বিধায়কের ফেলে দেওয়া মোবাইল। এরপর জেলায় একাধিক অসঙ্গতি মেলে। তারপরই গ্রেফতার।
বিধায়ক জীবন কৃষ্ণ সাহকে নিয়ে বাড়ির বাইরে আসেন ইডি অফিসার ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাড়ির পাশের পুকুর পাড় থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করে ফের জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা।
সোমবার সকালে মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা। সোমবার সাত সকালেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিধায়কের আন্দির বাড়ি ঘিরে ফেলে। পাশাপাশি তদন্তকারী অফিসাররা বিধায়ককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
২০২৩ সালের ১৭ এপ্রিল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে CBI নিয়োগ দুর্নীতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছিল। এক বছরের বেশি সময় জেলে থাকার পর শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পান বিধায়ক। এদিন ফের কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা বিধায়কের বাড়িতে হানা দেয়।
