বাজার নিয়ে ভারতের সেরকম কোনও ছুতমার্গ নেই, যেখানে ‘সর্বোত্তম চুক্তি’ মিলবে সেখান থেকেই তেল কেনার কথা জানিয়ে দিল দিল্লি।রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার জানিয়েছেন, “যেখান থেকে সেরা দামে পাওয়া যাবে সেখান থেকেই তেল কিনবে ভারত।” রবিবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
এই তেল কেনা নিয়েই বন্ধু দেশ বলে পরিচিত হলেও আমেরিকা ভারতের উপর একধাক্কায় ৫০% ট্যারিফ চাপিয়ে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ রাশিয়ার থেকে অনেক কম দামে ছাড় পাওয়া অপরিশোধিত তেল কেনার মাধ্যমে মস্কোর ইউক্রেন যুদ্ধে অর্থ জোগাচ্ছে ভারত। যদিও নয়াদিল্লি এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।
ওয়াশিংটনের এই সিদ্ধান্ত অন্যায্য, অযৌক্তিক এবং অন্যায় বলেও জানিয়ে দিয়েছে দিল্লি।
সংবাদ সংস্থা তাসের সঙ্গে কথা বলার সময় বিনয় কুমার জানিয়েছেন, “বাণিজ্য ‘বাণিজ্যিক ভিত্তিতেই’ হয়। ভারতীয় কোম্পানিগুলি যেখান থেকে সেরা চুক্তি পাবে, সেখান থেকেই কিনবে। আমাদের লক্ষ্য স্পষ্ট, তা হল ভারতের ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা।রাশিয়া সহ একাধিক দেশের সহযোগিতা বিশ্বের তেলবাজারকে স্থিতিশীল করতে সাহায্য করেছে।”
মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা এবং রাশিয়ার থেকে ভারতের তেল কেনা চালিয়ে যাওয়ার মাঝেই বিনয় কুমারের এই মন্তব্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।তিনি আরও প্রশ্ন তোলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজে, ইউরোপ সহ একাধিক দেশ যখন রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে তখন ভারতের ক্ষেত্রে এত সমালোচনা কেন?
শনিবারই এই প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর মার্কিন নীতির সমালোচনা করে বলেন যে যারা একটি প্রো-বিজনেস মার্কিন প্রশাসনের হয়ে কাজ করেন, তারাই আবার অন্যদের ব্যবসা করা নিয়ে অভিযোগ করছেন। তাঁর অভিযোগ যদি ভারতের তেল কেনা বা রিফাইনড পণ্য কেনায় সমস্যা থাকে, তবে কিনবেন না। কেউ তো জোর করছে না।