বুলন্দশহরের ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ জনের, আহত হয়েছেন আরও ৪৫ জন। ঘটনাটি ঘটেছে ঘাটাল গ্রামের কাছে, যখন উত্তরপ্রদেশের কাসগঞ্জ থেকে রাজস্থানের গোগামেড়ি যাচ্ছিলেন গোগাজি ভক্তরা। আহতদের মধ্যে ১২ জন শিশু রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পুণ্যার্থীদের নিয়ে একটি ট্রাক্টর-ট্রলি ডাবল ডেকারে রূপান্তরিত করে প্রায় ৬০-৬১ জনকে নিয়ে যাচ্ছিল। এই সময় পেছন থেকে দ্রুতগতির একটি কনটেনার ট্রাক এসে ট্রাক্টরটিকে ধাক্কা দিলে তা উল্টে যায়। এর জেরে বহু মানুষ গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই জেলা প্রশাসক ও এসএসপি-সহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের আলিগড় মেডিকেল কলেজ, বুলন্দশহর জেলা হাসপাতাল এবং কৈলাশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা ভেন্টিলেটরে রয়েছেন।
বুলন্দশহরের এসএসপি দিনেশ কুমার সিং জানিয়েছেন, “রাত ২টা ১৫ মিনিট নাগাদ আলিগড় সীমান্তে এই দুঃখজনক দুর্ঘটনা ঘটে। কাসগঞ্জ থেকে প্রায় ৬০ জন ভক্ত ট্রাক্টরে করে রাজস্থান যাচ্ছিলেন। পেছন থেকে আসা একটি কনটেনার দ্রুতগতিতে ধাক্কা মারলে ট্রাক্টরটি উল্টে যায়। এতে ৮ জনের মৃত্যু হয়েছে এবং ৪৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন ভেন্টিলেটরে রয়েছেন। দুর্ঘটনায় ঘাতক ট্রাকটিকে পুলিশ বাজেয়াপ্ত করে।”
পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন— ট্রাক্টরচালক ই ইউ বাবু (৪০), রামবেতি (৬৫), চাঁদনী (১২), ঘনীরাম (৪০), মকশি (৪০), শিবাংশ (৬), যোগেশ (৫০) এবং বিনোদ (৪৫)। সকলেই কাসগঞ্জ জেলার বাসিন্দা। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।