চিনের উপর ২০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের হুমকি, চিনকে আরও বেশি ম্যাগনেট আমেরিকায় পাঠাতে হবে, না হলে বেজিংয়ের উপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, চিন ম্যাগনেট বা চুম্বকের রফতানি ক্রমশ কমাচ্ছে। কিন্তু এর পরিণতি ভালো হবে না। চিন যদি অবিলম্বে আমেরিকায় ম্যাগনেটের সরবরাহ না বাড়ায় তাহলে তাদের পণ্যে ২০০ শতাংশ বা তারও বেশি শুল্ক চাপানো হবে। বিরল বা দুর্লভ খনিজের উৎপাদন ও সরবরাহ নিয়ে চিন অত্যন্ত সংবেদনশীল। দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে ট্রাম্প বিভিন্ন বিষয়ের উপর মাত্রাতিরিক্ত হারে শুল্ক চাপাতে শুরু করেন। চিনের বিভিন্ন পণ্যের উপর একসময় ১৫০ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। আমেরিকাকে তার পাল্টা দিতে এপ্রিল মাস থেকে চিন বিরল খনিজ উৎপাদন ও সরবরাহের উপরও রাশ টেনেছে।
বর্তমানে বিশ্বের ম্যাগনেট বাজারের প্রায় ৯০ শতাংশ রয়েছে চিনের দখলে। এই ম্যাগনেট সেমিকন্ডাক্টর চিপ-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস প্রস্তুতের অপরিহার্য অঙ্গ। স্মার্টফোন তৈরির ক্ষেত্রেও এই ম্যাগনেটের বিশেষ কদর রয়েছে।
যদিও সাম্প্রতিক এক পরিসংখ্যান বলছে, জুন মাসের তুলনায় জুলাই মাসে চিনের ম্যাগনেট রফতানি বেড়েছে। চিনা শুল্ক দফতরের তথ্য বলছে, জুন মাসের তুলনায় জুলাই মাসে এই বিরল খনিজের রফতানি ৪৭০০ টনেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ চিন ও আমেরিকার মধ্যে কয়েকমাস ধরে শুল্কযুদ্ধ চলছে। অগাস্টের প্রথমদিকে সেই পরিস্থিতি কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত থাকলেও ট্রাম্পের এই হুমকি নতুন করে পরিস্থিতিকে আরো ঘোরালো করল বলে মনে করছে কূটনৈতিক মহল।
চলতি মাসের প্রথম দিকে ট্রাম্প এক নির্দেশে চিনের পণ্যের উপর শুল্ক কার্যকরের সময়সীমা আরও ৯০ দিন বাড়িয়েছিলেন। উভয় দেশ যাতে আলোচনার মাধ্যমে শুল্কের বিষয়ে একটা নিষ্পত্তি করতে পারে সেই জন্যই এই নির্দেশ জারি করেছিলেন ট্রাম্প।
Leave a comment
Leave a comment