২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী: দ্য বিগিনিং’, আর ২০১৭ সালে বড়পর্দায় আসে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। মুক্তির পর দুটি ছবিই বক্স অফিস কাঁপিয়ে দেয়। বিপুল সাফল্য অর্জন করেছিল। এবার ছবির ১০ বছর পূর্তি উপলক্ষে নতুন রূপে আসছে রাজামৌলির মাস্টারপিস। আগামী দিনে মুক্তি পেতে চলেছে ‘বাহুবলী: দ্য এপিক’। এটি কোনও ছয় ঘণ্টার ছবি নয়, বরং আগের দুই পর্ব পার্ট ১ ও পার্ট ২-কে একসঙ্গে জুড়ে নতুন করে রি-মাস্টার ও এডিট করা হয়েছে। ফলে দর্শকরা আবারও সেই মহাকাব্যিক গল্পের স্বাদ পাবেন একেবারে নতুন অভিজ্ঞতায়।
মঙ্গলবার মুক্তি পেয়েছে ছবির টিজার। এতে আগের মতোই দুর্দান্ত ভিজ্যুয়াল, যুদ্ধের দৃশ্য ও অ্যাকশনে ভরপুর মুহূর্ত ফুটে উঠেছে। টিজার দেখে ভক্তরা উচ্ছ্বসিত। বহু নেটিজেন সোশাল মিডিয়ায় লিখেছেন, রি-রিলিজের সব রেকর্ডকে এক পাশে সরিয়ে দাও, রাজা বাহুবলী আসছে। আরেকজন লিখেছেন, “মনে রাখবেন, এইবারের কালেকশন ২০০ কোটিরও বেশি হবে।” অন্য এক ভক্তের মন্তব্য, “এই রি-রিলিজ শুধু তেলুগু রাজ্যেই নয়, বিশ্বজুড়ে মহা উদ্যাপনে পরিণত হবে, দয়া করে নতুন কিছু কনটেন্ট যোগ করুন @rajasaabmovie এবং এই সুযোগ কাজে লাগান।”
ভক্তদের প্রতিক্রিয়াতেই স্পষ্ট, নতুন এই রূপে আসা ছবিটি আবারও রেকর্ড ভাঙবে বলে বিশ্বাস তাদের। প্রযোজকরা ঘোষণা করেছেন, ২০২৫ সালের ৩১ অক্টোবর বড়পর্দায় মুক্তি পাবে ‘বাহুবলী: দ্য এপিক’। এই খবরে সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে।
‘বাহুবলী: দ্য বিগিনিং’ বিশ্বব্যাপী মোট আয় করেছিল প্রায় ৬৫০ কোটি টাকা। আর ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ বক্স অফিসে ঝড় তুলে বিশ্বব্যাপী সংগ্রহ করেছিল প্রায় ১৭৮৮.০৬ কোটি টাকা। এখন সবার চোখ একটাই প্রশ্নে, ‘বাহুবলী: দ্য এপিক’ কি আবারও বক্স অফিসে আগের মতো ঝড় তুলতে পারবে?